জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঞ্চালনা অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছে। ‘দাদাগিরি’-র মঞ্চে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বাংলার মহারাজের সামনে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পান।
সম্প্রতি জি বাংলার ইউটিউব চ্যানেলে ‘দাদাগিরি’-র আগামী পর্বের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। আগামী ১৫ মে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘দাদাগিরি’র এই বিশেষ পর্বে সবুজ শাড়ি পরে শ্রীদেবী কন্যা। দাদার সঙ্গে জাহ্নবীকে তার প্রথম ছবি ‘ধড়ক’ এর গানে পা মেলাতে দেখা যাবে।
প্রমোতে দেখা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি মনে করিয়ে দিচ্ছেন এই মঞ্চে একসময় এসেছিলেন জাহ্নবীর বাবা তথা প্রযোজক বনি কাপুর। তার প্রয়াত মা তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীও একসময় এই মঞ্চে এসেছিলেন। এবার মেয়ে এসে পুরো চক্রটা পরিপূর্ণ করলেন।
জাহ্নবী কাপুর কি একটুও বাংলা বলতে পারেন? উত্তরে শ্রীদেবীর কন্যা জানিয়েছেন দাদার, “আমি শুধুমাত্র একটা লাইন বলতে পারি, তা হলো তাড়াতাড়ি করো।” সঙ্গে সঙ্গে সৌরভ গাঙ্গুলি হাসি হাসি মুখে বলে ওঠেন, এই লাইনটাই সবাই বলতে পারে।
আরও পড়ুনঃ প্রকাশ্যে তথাগতর স্থিরচিত্র প্রদর্শনীর টিজার পোস্টার, থাকছে বিশেষ চমক
আরও পড়ুনঃ জোরকদমে চলছে "সৎ ভূত অদ্ভূত" এর শুটিং
- More Stories On :
- Janvi Kapoor
- Actress
- Dadagiri
- Sreedevi
- Sourav Gangully