সেলিব্রিটি ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষ তার কাজের মাধ্যমে নিজের শিল্পদক্ষতা তুলে ধরেছেন। ২০১৩ সাল থেকে প্রতি বছরই নানান তারকা মুখদের নিয়ে বার্ষিক স্থিরচিত্র প্রদর্শনী। ২০১৯ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার নিয়ে করা তাঁর স্থিরচিত্র প্রদর্শনী 'অ্যাওয়েটিং' সকলের মন ছুঁয়ে গেছিল। তারপর করোনা পরিস্থিতিতে পর পর ২ বছর এই প্রদর্শনী আয়োজন করা সম্ভব হয়নি।
২ বছরের ব্যবধানে এবার নতুন একটি ভাবনা নিয়ে আসছেন তিনি। এই মে মাসেই অনুষ্ঠিত হতে চলেছে তথাগত ঘোষের বার্ষিক স্থিরচিত্র প্রদর্শনী।
এই বছর করোনার প্রকোপ অনেকটাই কম তাই এই বছর আবারও নিজের স্থির চিত্র প্রদর্শনী নিয়ে তৈরি হয়েছেন তিনি। এবারে তার স্থির চিত্র প্রদর্শনীতে দুইজন মুখ রয়েছেন। একজন অভিনেত্রী অনুশা বিশ্বনাথন, অপরজন মডেল সৌম্যশ্রী ব্যানার্জি। তাদের দুজনের মধ্যে দিয়ে দুই সখির জীবন ফুটিয়ে তুলতে চলেছেন তথাগত। ৪০- ৫০ টি ফ্রেমের মধ্যে দিয়ে তথাগত তুলে ধরতে চলেছেন ইউনিক এক কাহিনী।
এবারের স্থিরচিত্র প্রদর্শনীর বিষয়ে তথাগত জানালেন, "মে মাসেই আমরা আমার স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করতে চলেছি। কবে কোথায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেটা ক্রমশ প্রকাশ্য। আর দুই সখীর জীবনের কোন গল্প প্রকাশিত হবে সেটা জানতে গেলে আসতেই হবে প্রদর্শনীতে। সঙ্গে থাকবে আরো চমক।" ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে এই প্রদর্শনীর প্রথম টিজার, দর্শকদের মন কাড়ছে সেই টিজার পোস্টার। এখন কত তাড়াতাড়ি দর্শকদের কাছে এই স্থিরচিত্র প্রদর্শনী পৌঁছে যেতে পারে সেটাই দেখার।
আরও পড়ুনঃ জোরকদমে চলছে "সৎ ভূত অদ্ভূত" এর শুটিং
- More Stories On :
- Tathagata Ghosh
- Photography Exhibition