দক্ষিণ কলকাতার আইসিসিআর-এ হয়ে গেল বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডের বিশেষ অনুষ্ঠান। পরাণ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ দে সরকার, কল্যাণ সেন বরাট, ডক্টর কুণাল সরকারের মধ্যে ‘মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস’ এই বিশেষ সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা অর্থাৎ ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের ঊর্মি।
অ্যাওয়ার্ড পাওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আওয়ার্ড সব সময় আরো ভালো কাজ করার জন্য অনুপ্রানিত করে। আর আজকের এই “Bengal Excelence" এর “Most Promising Actress" এর সন্মান শুধু আমার নয় আমি এতো দিন ধরে এবং এখনও যে সমস্ত ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর স্যার, ডি ও পি স্যার, গল্পের লেখক, লেখিকা, চ্যানেল, সমস্ত টেকনিশিয়ান দাদা, দিদি যাদের সাথে কাজ করছি তাদের সবার জন্য। কারণ আমরা কেউ ই কাউকে ছাড়া সম্পুর্ণ নই। আশীর্বাদ করুন যাতে চেষ্টা চালিয়ে যেতে পারি। সব্বাই যাতে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারি।'
পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা জনতার কথার সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ‘খুব ভালো অনুভূতি। এটা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমাকে বলে দিয়েছে আরও মন দিয়ে কাজ করতে হবে।’ তিনি আরও জানালেন, ‘এই অ্যাওয়ার্ডটা আমার একার নয়। আমি যাদের সঙ্গে কাজ করছি, যাদের সঙ্গে কাজ করে এসেছি সবার জন্য।’
আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবসে রেড রোডে কড়া নিরাপত্তা
আরও পড়ুনঃ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে ফের সুর চড়ালেন রাজ্যপাল
- More Stories On :
- Annwesha Hazra
- Actress
- Award