রক্তক্ষরণ বন্ধ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রস্রাবও স্বাভাবিক হয়েছে। কিন্তু অন্যান্য শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার দুপুরে হাসপাতালের তরফ থেকে জারি করা এক মেডিক্যাল বুলেটিনে সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ অরিন্দম কর জানান, ‘ভালো খবর হল রক্তক্ষরণ বন্ধ হয়েছে । নতুন করে আর রক্তক্ষরণ হচ্ছে না। প্রস্রাবও কিছুটা স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন ঃ ভেন্টিলেশনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
আর খারাপ খবরটা হল ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে কি না, সেটা দেখছেন আমাদের নেফ্রলজিস্টরা। এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন। স্যাচুরেশন 95 শতাংশের বেশি রয়েছে। নিউমোনিয়ার যে প্যাচ পাওয়া গিয়েছিল সেটা আর বাড়েনি। কেন নিউমোনিয়া হয়েছিল সেই কারণটা আমরা খুঁজে পেয়েছি। তার চিকিৎসা চলছে।’ সোমবার রাতে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। যা নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে চিকিৎসক ও ভক্তদের।
- More Stories On :
- Soumitra Chatterjee
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- Tollywood
- Actor
- অভিনেতা