ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। তিনি উপস্থিত হয়েছিলেন পরিচালক শুভেন্দু রাজ ঘোষের পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘বিফোর ইউ ডাই’ এর প্রিমিয়ারে।
জনতার কথাঃ কেমন লাগল ছবিটা?
সায়কঃ স্টোরি তো খুবই ভালো। ক্যামেরা খুবই ভালো। আর হিরো খুবই ভালো অভিনয় করেছে।
জনতার কথাঃ তুমি তো অভিনয়ের পাশাপাশি ইউটিউবও করছো। দুটো ব্যালেন্স কিভাবে করছো?
সায়কঃ আমি প্রচণ্ড ল্যাদখোর। আমার আরেকজন পার্টনার সে ও প্রচণ্ড ল্যাদ খায়। তাই দুজনে দুজনকে চিয়ার আপ করি। চলো আমাদের ভ্লগ করতে হবে।
জনতার কথাঃ তোমার এখন প্রোজেক্ট কি চলছে?
সায়কঃ প্রোজেক্ট তো আমার এখন কাঞ্চি চলছে। আর পাশাপাশি ইউটিউব চলছে।
জনতার কথাঃ আর তোমার তো ছবিও আসছে। শিবু দার প্রোডাকশনে।
সায়কঃ আসছে। বাট কবে আসছে আমি নিজেও জানিনা এখনও।
আরও পড়ুনঃ সিনেমা সরস্বতী নিয়ে জমজমাট অনুষ্ঠান
আরও পড়ুনঃ গরফা হুজুগে নাট্যগোষ্ঠীর 'ভূতচক্র'
- More Stories On :
- Sayak Chakraborty
- Actor
- Janatar Katha
- Interview