গত বছরের মতো এই বছরেও সরস্বতী পুজোকে স্মরণীয় করে রাখল ‘সিনেমা সরস্বতী’। এই বছর ইন্দ্রপুরী স্টুডিওর বিপরীতে ৯ নম্বর স্টুডিওতে অনুষ্ঠিত হল ‘সিনেমা সরস্বতী’। ‘সিনেমা সরস্বতী’ আয়োজনের মূল ভাবনা পরিচালক শিলাদিত্য মৌলিকের। গতবছর ভারতলক্ষ্মী স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছিল সিনেমা সরস্বতী’।
এবার ৯ নম্বর স্টুডিওতে ‘সিনেমা সরস্বতী’ আরও জমকালোভাবে করা হয়। মূল আকর্ষণ ছিল টলি তারকা যশ ও নুসরতের উপস্থিতি। এছাড়া উপস্থিত ছিলেন ছোটপর্দা ও বড়পর্দার একঝাঁক তারকা। সরস্বতী পুজোর দিন ইন্ডাস্ট্রির সকলে মিলে হইহই করে ৯ নম্বর স্টুডিওতে সরস্বতী পুজো উদযাপন করলেন। খিচুড়ি, বেগুনি, লাবড়ার তরকারি সরস্বতী পুজোর জমাটি খাওয়াদাওয়া ছিল এদিন। এছাড়া দেব অ্যান্ড টি থেকে ছিল মাটির ভাঁড়ের স্পেশাল চা।
সন্ধ্যাবেলায় গান গেয়ে সকলকে মাতিয়ে দেন তৃষা চ্যাটারজি। মন কেমনের জন্মদিন গেয়ে সকলের মন জিতে নিলেন মেখলা দাশগুপ্ত। গান গাইলেন সাহেব চট্টোপাধ্যায়। টুম্পা সোনা গানে নাচলেন টুম্পা সোনা খ্যাত সুমনা দাস। সকাল থেকেই তারকাদের ভিড় জমা হয়। রাত পর্যন্ত ছিল সেই ভিড়। সন্ধ্যাবেলায় আসেন রুদ্রনীল ঘোষ। এছাড়া সাধারণ মানুষদের উপস্থিতিও হয়েছিল। অনেকেই প্রিয় তারকাদের দেখতে ৯ নম্বর স্টুডিওতে ভিড় জমান তারা। যশ দাশগুপ্তর ভক্তরা এসে তাদের সঙ্গে ছবি তুলে খুশি মনে বাড়ি ফেরেন। তাই বলা যায় শিল্পীদের এই সিনেমার সরস্বতী গত বছরের তুলনায় এই বছর আরও বেশি জমজমাট হয়ে গেল।
আরও পড়ুনঃ য়ে মেরে বতন কে লোগো..." শুনে চোখে জল এসেছিল নেহেরুর
- More Stories On :
- Cinemaa Saraswati
- Saraswati Puja
- Studio 9