আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত, পরিচালক রাহুল মুখার্জির ছবি 'কিশমিশ'। দেবকে এই ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম রোহিনী।
মুক্তির আগে ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত টিম 'কিশমিশ'। সেরকমই নতুন বছরে নাগের বাজারের ডায়মন্ড প্লাজাতে উপস্থিত হয়েছিল টিম 'কিশমিশ'। ডায়মন্ড প্লাজাতে 'কিশমিশ' এর প্রমোশনে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল।
এদিন 'কিশমিশ' এর জনপ্রিয় গান 'অবশেষে ভালোবেসে চলে যাবো' গাইলেন গানের গীতিকার ও সুরকার নিলায়ন চ্যাটার্জি। দর্শকরাও তার গানের সঙ্গে তাল মেলালেন। এদিকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর পক্ষ থেকে জানানো হয়েছে 'কিশমিশ' এর নতুন গান কান্না মুক্তি পাবে আগামীকাল সকাল ১০টায়। গানটি গেয়েছেন পাপন।
আরও পড়ুনঃ পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়ালেন দেব, কিন্তু কেন?
আরও পড়ুনঃ এঁচোড়ের গুলি কাবাব
- More Stories On :
- KisMis
- Movie
- Rahul Mukherjee
- Dev
- Dimond Plaza