নিজের প্রিয় তারকাকে নিয়ে ভক্তরা অনেক কিছুই করেন। তার ছবি আঁকা থেকে শুরু করে, বাড়িতে ছবি টাঙ্গানো, হাতে ট্যাটু করা, তারকার নামে ফ্যানস ক্লাব খোলা থেকে শুরু করে আরও কত কি। তবে এবার একটু অন্যধরণের একটা কাজ করলেন বাংলার সুপারস্টার দেবের এক ভক্ত। দেবভক্ত অর্ণব গুহ তার জন্য দক্ষিণ কলকাতার রুবিতে খুলে ফেলেছেন একটা চায়ের দোকান। যার নাম 'দেব অ্যান্ড টি'। সোশ্যাল মিডিয়াতে তার ছবিও পোস্ট করেছেন। যা এখন রীতিমতো ভাইরাল।
এই চায়ের দোকান প্রসঙ্গে অর্ণব গুহ জনতার কথাকে জানালেন,'দুদিন আগে এই চায়ের দোকান খোলা হয়েছে। গতকাল দেব-দার অফিসের সবাই চা খেয়ে গেছে। যেখানে থেকে দেবকে সঠিকভাবে চেনানো যাবে সেটা হল চায়ের দোকান। আর সেটাই আমি করলাম।' কি ধরণের চা পাওয়া যায় এখানে উত্তরে তিনি জানালেন,' কেশর চা, তন্দুর চা, আদা চা, এলাচি চা ও মালাই চা।'
ভক্ত হিসাবে দেবের জন্য অর্ণব যা করলেন সেটা হয়তো একটা দৃষ্টান্ত স্থাপন করল। সেই দৃষ্টান্ত হয়তো শুধু অর্ণব নয় দেবকেও ইন্সপায়ার করবে।
- More Stories On :
- Dev
- Dev and Tea
- Tea Stall
- Actor