পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে ১৩ই ফেব্রুয়ারি শনিবার 'দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি' আয়োজিত "মাছে ভাতে" মেলার আয়োজন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন মহানাগরীক অনিন্দিতা মুখোপাধ্যায়, উল্লেখযোগ্য উপস্থিতি বিষিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও তৃনমূল কংগ্রেস নেতা অপুর্ব মুখোপাধ্যায়। এই খাদ্য মেলায় মোট ২১ রকমের মাছের পদের আয়োজন ছিল। কলকাতার পর দুর্গাপুর শহরেই প্রথমবার এই মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তা দের দাবি প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই খাবার মেলায়। দুর্গাপুর থেকে সুপ্রিয়া।
- More Stories On :
- Fish
- Rice
- Durgapur
- Fair
- Paschim Bardhaman

