আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী, দায়ী করে বান্ধবীর বাবার বিরুদ্ধে অভিযোগ থানায়
দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তাঁর বান্ধবীর বাবাকে। এই মর্মে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। বুধবার রাতে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মস্তান মোড় এলাকায়। বান্ধবীর বাবার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম স্নেহা সাহা(১৮)। স্নেহার বান্ধবী ছিল বিহারের আজিমনগরের বাসিন্দা জ্যোতি শা। তুলসীহাটায় দাদুর বাড়িতে থেকেই পড়াশোনা করত জ্যোতি। একই ক্লাসে পড়াশোনা করতো স্নেহা ও জ্যোতি। স্নেহার বান্ধী জ্যোতি প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বাড়ির অমতে। এই ঘটনায় বিগরে যায় জ্যোতির বাবা মনোজ শা-র মাথা। তিনি এই ঘটনার জন্য ক্রমাগত দায়ী করতে থাকেন স্নেহাকে। অভিযোগ স্নেহাকে ফোন করেও বিভিন্ন রকম হুমকি চলতে থাকে। স্নেহার পরিবারের সদস্যদের অভিযোগ, মনোজ শা-র দেওয়া সেই মানসিক চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে স্নেহা। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। মনোজ শার কড়া শাস্তির দাবী করেছে। মিন্টু সাহার তিন মেয়ের মধ্যে স্নেহা মেজ।