গোবরডাঙা নাবিক নাট্যমের মেকাপের কর্মশালায় অভিনবত্বের ছোঁয়া
নাটক, সিনেমা, সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ অভিনয়েল সব প্ল্যাটফর্মের জন্যই মেকাপ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মেকাপের মাধ্যমে অনেকসময় চরিত্রের সম্পূর্ণ রদবদল করা যায়। গোবরডাঙা নাবিক নাট্যম আয়োজন করেছিল নাটকে মেকাপের কর্মশালা। দলের রিহার্সাল রুমে ১৫ জন্য কুশীলব নিয়ে সকাল ১১ টা থেকে এই কর্মশালা শুরু হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত মেকাপ একাডেমির কর্ণধার আলোক দেবনাথ। খুব সাবলীল ভঙ্গিমায় নাটকে মেকাপের ভূমিকা তিনি ব্যাখ্যা করেন। হাতে কলমে মেকাপের বেসিক কাজ গুলোকে তিনি সুন্দরভাবে ছেলেমেয়েদের মধ্যে বুঝিয়ে দেন এবং ছেলেমেয়েরা ভীষণ আনন্দের সাথে বিষয়টি রপ্ত করার চেষ্টা করেন।দলের ছেলেমেয়েরা ছাড়াও এই কর্মশালায় অংশগ্রহণ করেন মুকুলিকা ও ইমন মাইম সেন্টারের কয়েকজন বন্ধু। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন নাবিক নাট্যমের সম্পাদক অনিল কুমার মুখার্জি ও নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা। নাবিক নাট্যমের কর্ণধার জীবন অধিকারী জানান, অভিনয়ের পাশাপাশি এই ধরণের কর্মশালা ভীষণ প্রয়োজন। তিনি আরো জানান গোবরডাঙা নাবিক নাট্যম ১৯৭৭ সাল থেকে নিয়মিত নাট্যচৰ্চা করে চলেছে, নাটকের কর্মশালার পাশাপাশি আলো, আবহ, মেকাপ, পোষাক বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ করে ছেলেমেয়েদের থিয়েটারের জন্য দক্ষ করে তোলাই নাবিক নাট্যমের মূল লক্ষ।