Chirtmas : বড়দিনের আগে কেক নিয়ে খোশমেজাজে শ্রীমা-অনামিকা
আজ ডিসেম্বরের ১১ তারিখ। বড়দিন আসতে খুব বেশি বাকী নেই। ডিসেম্বর মাস মানেই বড়দিনের কেকের গন্ধ আসতে শুরু করে দেয়। সাধারণ মানুষ ভিড় জমান কেকের দোকানগুলোতে। বড়দিন আসার আগে আগেই কলকাতায় শুরু হয়ে যায় কেক মিক্সিং-এর বিভিন্ন অনুষ্ঠান। সেরকমই অভিনেত্রী অনামিকা চক্রবর্তী, শ্রীমা ভট্টাচার্য, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি এবং বেঙ্গল ক্রিকেটার কনিষ্ক শেঠের উপস্থিতিতে দ্য ইয়ালো টার্টেলে-র কেক মিক্সিং এর ইভেন্ট হয়ে গেল। বড়দিনের আগে কেক মিক্সিং এ এসে সবাইকে খোশমেজাজে পাওয়া গেল।এখানে উপস্থিত হয়ে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য জানালেন, এত সুন্দর একটা সময় কাটাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এরকম একটা মজার ইভেন্টের অংশ হওয়াটা আমার জন্য এর থেকে বেশি আনন্দের হতে পারে না। এইভাবে ডিসেম্বরটা শুরু হবে ভাবতে পারিনি।শীতের ছুটিতে কি প্ল্যান রয়েছে প্রশ্ন করায় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী জানালেন, জানুয়ারিতে আমি মেঘালয়ে যাবো। তাই এই প্ল্যানটাই আমার এখন রয়েছে। শ্রীমা তার শীতের ছুটির প্ল্যান নিয়ে জানালেন, আমার প্ল্যানটা সবকিছু প্রোডাকশন হাউসের ওপর নির্ভর করছে। হ্যতো ২৫ তারিখ সকালের শুটিং থাকবে আমার।