তারাপীঠে মহাসমারোহে পালিত হল তারা মায়ের আবির্ভাব তিথি
তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে তারাপীঠে শুরু হয়েছে বিশেষ ্পুজো। গর্ভগৃহ থেকে তারা মায়ের বিগ্রহ বিরাম খানায় নিয়ে আসা হয়েছে। সেখানেই বিগ্রহকে স্নান ও পূজার্চনা করানো হয়েছে। আজ দেবীর মুখ পশ্চিম দিকে করা থাকে ৷ বছরের এই দিনটিতে তারাপীঠ মন্দিরে কোনও ভোগ রান্না করা হয় না। একেবারে দিনের শেষে একবারই তারা মায়ের ভোগ দেওয়া হয় ৷ উপবাস ব্রত পালন করেছেন সেবাইত থেকে ভক্ত সকলেই। কথিত রয়েছে, মহাচতুর্থীতে বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন ৷ তাই এই দিনটিই তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয়। আরও পড়ুন ঃ আজ লক্ষীপুজো , সবজি ও ফুলের দাম আকাশছোঁয়া প্রতিবছর এই দিনটিতে তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এই বছর করোনা পরিস্থিতির কারণে ভক্ত সমাগম কিছুটা কম হয়েছে। তাও এদিন ভিড় ছিল ভালই। চলতি বছর করোনার কারণে বিরাম মন্দিরের নয়টি গেট খুলে রাখা হয়। সকাল থেকে মন্দির চত্বরে বিশেষ যজ্ঞের আয়োজন করে তান্ত্রিকেরা।