তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূমের নানুরে আয়োজিত ‘মিলনমেলা’-র মঞ্চে দেখা গেল এক নজরকাড়া দৃশ্য। বুধবার নানুরের বাসাপাড়ায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে সংবর্ধনা জানাতে উপহার দেওয়া হলো একটি বিশাল আকারের রুপোর তরোয়াল। এই উপহার ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় এই এলাকা ছিল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটি। মিলনমেলায় প্রতি বছর তাকেই দামি উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জেলার রাজনৈতিক সমীকরণ বদলেছে। গত তিন বছর ধরে এই মঞ্চে সংবর্ধনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কাজল শেখ। গত বছর তাঁকে রুপোর মুকুট উপহার দেওয়া হয়েছিল। আর চলতি বছর দলীয় কর্মীরা তাঁকে সম্মান জানালেন প্রায় আড়াই কেজি ওজনের রুপোর তরোয়াল দিয়ে।
আয়োজক থুপপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, প্রতীকী সম্মান হিসেবেই এই বিশেষ তরোয়াল উপহার দেওয়া হয়েছে। উপহার হাতে পেয়ে উচ্ছ্বসিত কাজল শেখ মঞ্চে দাঁড়িয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে সেই তরোয়াল তুলে ধরেন। তিনি বলেন, এই উপহার তাঁর মন ছুঁয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ২০১১ সালের আগে নানুরে বামফ্রন্ট আমলে যে সন্ত্রাস ও হত্যার রাজনীতি চলেছিল, তখন এই তরোয়ালের প্রয়োজন ছিল। তাঁর দাবি, সেই সময়ের হার্মাদদের একাংশ এখন বিজেপির আশ্রয়ে রয়েছে। তারা যদি আবার সেই রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না।
এই অনুষ্ঠানেই সংবর্ধনা জানানো হয় বীরভূমের সাংসদ অসিত মাল এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকেও। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের দু’জনকে উপহার হিসেবে দেওয়া হয় রুপোর তৈরি সুন্দর কলম।
- More Stories On :
- Kajal Sheikh
- Nanur
- TMC

