একটি নিদিষ্ট ভৌগলিক অবস্থানে চাষ হয়ে আসছে নবাবগঞ্জের বেগুন। এমনকি প্রাচীন কাল থেকেই এই বেগুনের সুনাম যথেষ্ট রয়েছে। এবার মালদহের নবাবগঞ্জের বেগুনের সুনাম ধরে রাখতে বিশেষ উদ্যোগ উদ্যানপালন দফতরের। ইতিমধ্যে নবাবগঞ্জের বেগুনের জন্য জিআই আবেদন করা হয়েছে। ভৌগলিক অবস্থান বেগুনের বৈশিষ্ট্য ঐতিহাসিক গুরুত্ব সমস্ত বিষয়গুলির ওপর ভিত্তি করে এই বেগুনের জিআই আবেদন করা হয়েছে।
মালদহ জেলার পুরাতন মালদহ গাজোল ও রতুয়া দুই নম্বর ব্লকের মহানন্দা নদীর তীরবর্তী সামান্য কিছু অঞ্চলে এই নবাবগঞ্জের বেগুন চাষ হয়। উদ্যান পালন দফতর জিআইয়ের জন্য আবেদন করেছে। জিআই তকমা পেলে এই বেগুনের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রফতানির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ব্যবসায়ীদের কাছে। জি আই তকমা পেলে কৃষকেরাও এই বেগুনের দাম ভাল পাবেন। নবাবগঞ্জের বেগুনের পরিচিতি আরও বৃদ্ধি পাবে। এই সমস্ত দিকগুলির ওপর বিবেচনা করেই ও কৃষকদের উৎসাহ বাড়াতে জিআই আবেদন করা হয়েছে।
আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতার কাঁধে ছোট্ট অস্ত্রোপচার