প্রকাশ্য দিবালোকে চুরি করতে গিয়ে ধরা পড়লো এক যুবক। বর্ধমানের রায়ান গ্রামে লাগাতার চুরির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। প্রথমে গ্রামের মন্দিরে চুরি হচ্ছিল। কয়েক দফায় রায়ান গ্রামের তিন চারটি মন্দিরে চুরি হয়। পাশাপাশি টোটোও চুরি হয় একাধিকবার। এরপর শনিবার প্রকাশ্য দিবালোকে রায়ান গ্রামের অশোক সাঁইয়ের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে এক যুবক।
অশোক বাবুর বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে ঢোকে দুস্কৃতিরা। বাড়ির আলমারি থেকে লকার ভেঙ্গে বহু টাকা, সোনা লুট করে। গ্রামের বাসিন্দারা তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়। তবে একজন ধরা পড়ে যায়। পুলিশে খবর দেওয়া হলে, বর্ধমান থানার পুলিশ একজন দুস্কৃতিকে গ্রেফতার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ যুব মোর্চার বর্ধমান জেলা সভাপতি অপসারণের দাবী
আরও পড়ুনঃ তিন কুখ্যাত দুস্কৃতী গ্রেফতার, উদ্ধার লক্ষাধিক টাকা মুল্যের সরঞ্জাম
- More Stories On :
- Thief Caught
- Stealing
- Burdwan