বিতর্কের মাঝেই উন্মোচন হল বর্ধমান শহরের বিজয় তোরণ তথা কার্জনগেটের সামনে রাজারানির মূর্তি। শনিবার বিকালে এই মূর্তি উন্মোচন করেন বিজয়চাঁদ মহতাবের প্রোপৌত্র জয়চাঁদ মহতাব।
কার্জনগেটের পাশে বিকালে মণ্ডপ বেঁধে মূর্তি উন্মোচনের অনুষ্ঠান হয়। প্রথম থেকেই ছিলেন রাজা পরিবারের উত্তরসূরি তথা বিজয়চাঁদের প্রোপৌত্র জয়চাঁদ মহতাব। ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, উদ্যোক্তা তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্যরা।
তবে এই মূর্তি উন্মোচন ঘিরে বিতর্ক চলছিল। বর্ধমান দক্ষিণের বিধায়ক কার্জনগেট থেকে বিসি রোডের দিকে যাওয়ার রাস্তায় কার্জনগেটে ঠিক নীচে মূল স্তম্ভের নীচে জায়গাটি এই কার্জনগেটেই বসানো হয় মহারাজা বিজয়চাঁদ ও মহারানী রাধারানি দেবীর মূর্তি। ইট সিমেন্ট দিয়ে কার্জনগেটের নীচে তৈরি হয় বেদী। মূল কার্জনগেট আড়াল করে মূর্তি বসানো নিয়ে সরব হয়েছেন শহরবাসীর একাংশ।
- More Stories On :
- Curzon Gate
- Idol
- Inauguration