ধরনাস্থলে বসে ছবি আঁকা নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, '২ মের পর শুধুই ছবি আঁকতে হবে মুখ্যমন্ত্রীকে। আর কোনও কাজ থাকবে না। তাই উনি অভ্যেস করুন।' বুধবার সকাল বর্ধমানের নীলপুরে ‘চায়ে পে চর্চা’য় উপস্থিত ছিলেন দিলীপ। সেখান থেকেই এই মন্তব্য করলেন তিনি।
মঙ্গলবার রসিকপুরে দিলীপ ঘোষ ব়্যালিতে হামলা হয়। এদিন সেই প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, 'বিভিন্ন জায়গাতেই গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে গুন্ডারা। কিন্তু ভয় দেখিয়ে এবার আর ভোটারদের প্রভাবিত করা যাবে না। আমরা কারও দলীয় কার্যালয়ে হামলা করি না।কালকে ওরা হামলার চেষ্টা করেছিল। আমাদের ছেলেরা আটকেছে। তারপর সাধারণ মানুষ যা করার করেছে।' একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, 'শুধু বর্ধমান কেন রাজ্যের কোথাওই এই গুন্ডামির রাজনীতি আমরা চলতে দেব না। জঙ্গলমহলে দিদিমণির দোকান বন্ধ হয়েছে, এবার বর্ধমানের দোকানটা বন্ধ করে দেব। বিরোধী হিসেবে দু একটা সিট ছেড়ে দেব আমরা।' বীরভূম থেকে গুন্ডা এসে বর্ধমানে অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ।
তিনি আরও বলেন, বর্ধমানের মানুষ পরিবর্তন চাইছে। এখানে গুন্ডামির রাজনীতি আমরা করতে দেব না। বিভিন্ন জায়গায় গুন্ডারা মারামারি, গন্ডগোলের চেষ্টা করছে, কিন্তু ভোট প্রভাবিত হচ্ছে না। বর্ধমানে ব্যাপক হারে ভোটিং হবে, পরিবর্তনের পক্ষেই ভোট হবে বলে জানান তিনি। মারপিট ভয় ভোট কে কেউ ডিস্ট্রাব করতে পারবে না। শীতলকুচি নিয়ে দিলীপ বলেন, যারা শীতলকুচি নিয়ে পরে আছে তারা হেরে গিয়েছে, আমরা অনেক এগিয়ে গিয়েছি।জঙ্গল মহলে দিদিমণির দোকান বন্ধ হয়ে গিয়েছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কোন ভোটারকে ভোটদানে কেউ বাধা দিতে পারবে না বলে জানান তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের শোকজের জবাব গতকাল তিনি দিয়েছেন বলে জানালেন। আজ সকালে জেলা বিজেপি কার্যালয় থেকে বেড়িয়ে নীলপুর এলাকায় পায়ে হেঁটে প্রাতভ্রমণ সারেন তিনি। তারপর নীলপুরের বটতলায় চায়েপে চর্চায় অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ।
- More Stories On :
- Chaye pe charcha
- Burdawan
- Dilip Ghosh