রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক আদিবাসী শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠলো এলাকার যুবকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই সোমবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের ভাতার থানার খেরুর গ্রামে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবক তীর্থ বাগ। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে নির্যাতিতা ও তাঁর মাকে সঙ্গে নিয়ে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এদিন ভাতার থানার দ্বারস্থ হন। তাঁরা ভাতার থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান। পুলিশ মামলা রুজু করে অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করেছে।
আরও পড়ুনঃ তারাপীঠ যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার যুবকের, বরাত জোরে রক্ষা বন্ধুর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতারের খেরুর গ্রামেই বাড়ি নির্যাতিতা শিশু কন্যার। অন্যত্র কাজে যাওয়ায় রবিবার রাতের শিশু কন্যার বাবা মা বাড়িতে ছিল না। বাড়িতে ছিল ৬ বছর বয়সী শিশু কন্যা ও তাঁর দিদি। রাত ৮ টা নাগাদ তারা বাড়িতে ঘুমাচ্ছিল।
আরও পড়ুনঃ আতিউলের সাইকো থ্রিলারে থাকছে চমক
অভিযোগ, “বাড়িতে বাবা মা না থাকার সূযোগ নিয়ে ওই রাতে এলাকার যুবক তীর্থ বাগ চুপি সাড়ে ওই শিশু কন্যাদের বাড়িতে যায়। সে ৬ বছর বয়সী আদিবাসী কন্যার মুখে কাপড় বেঁধে দিয়ে তাঁকে মাঠে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কোনকমে নিজের প্রাণ বাঁচিয়ে ওই শিশু কন্যা রাত ১ টায় বাড়ি ফিরে এসে তাঁর দিদি প্রতিবেশীদের তীর্থর কুকীর্তির কথা জানায়“।
আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজির
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভাতারের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশ জানিয়েছে, ’অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে’।