রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে তিন শতাংশ হারে মিলবে মহার্ঘ ভাতা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানাল নবান্ন। রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে চলতি মাসেই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সেই বৈঠকে তাঁদের অভাব-অভিযোগ শোনেন তিনি। এরপরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। বলেন, “কোভিড পরিস্থিতি চলছে। রাজ্য সরকারের হাতে টাকা কম। তবু প্রতি বছরের মতো এবারও জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ পাবেন আপনারা। যেখান থেকেই হোক টাকা জোগাড় করব।” এই ডিএ দিতে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার কোটি টাকা।
আরও পড়ুন ঃ পিসি-ভাইপো ক্ষমতায় টিকে থাকতে একের পর এক খুন করাচ্ছে , অভিযোগ রাজুর
উল্লেখ্য, প্রতি বছর এই সময় ২ শতাংশ ডিএ দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু এবছর তা এক শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা নিয়ে উচ্ছসিত ডিএ ঘোষণা করায় বৈঠকে উপস্থিত ফেডারেশন নেতারা। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, বকেয়া মহার্ঘ ভাতা মেটানো ও ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের একটি সংগঠনের মামলা চলছে।
- More Stories On :
- Government
- Employees
- State
- DA
- January