কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায় কর্তৃক দায়ের করা বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) মামলা খারিজ হয়েছে আলিপুর আদালতে। পাশাপাশি, স্ত্রীর (রত্না চট্টোপাধ্যায়) একসঙ্গে থাকার আবেদনটিও বাতিল করা হয়েছে। আইনি বিবাহবিচ্ছেদ না হলে, দাম্পত্যে আইনি বিচ্ছিন্ন অবস্থাই গণ্য হবে।
২০১৭ সাল থেকে মামলাটি চলছে, দীর্ঘ আট বছর পর আদালতের এই রায় এসেছে।শোভন চট্টোপাধ্যায় তার আবেদনপত্রে রত্নার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন—যেমন: সন্তানদের দেখাশোনা না করা, অর্থ/সম্পত্তি তছনছ করা, মানহানির অভিযোগ—কিন্তু এসব প্রমাণ করতে পারেননি আদালতে। তাই রায় ফিরে গেছে।
অন্যদিকে, রত্নার “একসঙ্গে থাকার” দাবি বা আবেদনের ক্ষেত্রেও আদালত সাড়া দেয়নি।ফলে সে দাবি খারিজ হয়েছে।
আলিপুর আদালতের বিচারক স্পষ্ট জানিয়েছেন, যে শোভনের অভিযোগ আইনগতভাবে প্রমাণ যোগ্য নয়; তাই ডিভোর্স দেওয়া হবে না। একইসঙ্গে, “সেপারেট থাকার” সিদ্ধান্ত জানিয়েছেন—আইনে বিবাহিত আবারও একসাথে থাকার নির্দেশ নেই।
একটি বাংলা সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে—ডিভোর্সের আবেদনে যে যুক্তিগুলো দাখিল করা হয়েছিল, তাতে আদালত সন্তোষজনক প্রমাণ না পাওয়ায় শোভন এবং রত্নার বিচ্ছিন্ন অবস্থায় থাকার রায় দিয়েছেন।
আরও পড়ুনঃ ২৬-এর নির্বাচনেও নন্দীগ্রাম থেকেই লড়বেন মমতা? BJP নেতার দাবি জোর চর্চায়!
- More Stories On :
- Sovon Chatterjee divorce case
- Ratna Chatterjee divorce case
- Sovon Ratna divorce dismissed
- Alipore court verdict
- Sovon Chatterjee Ratna Chatterjee marriage dispute
- Divorce petition dismissed Kolkata
- Sovon Chatterjee estranged wife
- Court rejects Sovon divorce plea
- Sovon Ratna separation case
- Kolkata divorce news
- শোভন রত্না ডিভোর্স মামলা
- শোভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়
- শোভন রত্নার বিবাহবিচ্ছেদ খারিজ
- আলিপুর আদালতের রায়
- শোভন চট্টোপাধ্যায় স্ত্রী রত্না
- শোভন রত্নার বিবাহ মামলা
- শোভনের ডিভোর্স আবেদন খারিজ