‘বছর ঘুরতে না ঘুরতেই ২০২৬-এর বিধানসভা ভোট। নন্দীগ্রামের রাজনীতি আবারও সরগরম। গতবছর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর কঠিন লড়াইয়ে নন্দীগ্রাম হয়েছে প্রতিদ্বন্দ্বিতার ময়দান। যদিও এবার ভোটে কিছুই নিশ্চিত নয়, কিন্তু সময় পেরোতেই মঞ্চ সাজাতে শুরু করেছেন দুই পক্ষের অনুগামীরা।
গত নির্বাচনের পর তৃণমূলের অভিযোগ—লোডশেডিং করে ভোট কারচুপি—এখনও বিচারাধীন। সেই মামলার ফলাফল না এলেও, নতুন লড়াইয়ের প্রস্তুতি আগেই শুরু হয়েছে। প্রশ্ন জাগে—কি এবারও মমতা নন্দীগ্রাম থেকেই নামবেন?
তৃণমূলের কেন্দ্রীয় কৌশলের বাইরে—তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল দাবি করেছেন, ২০২৬-তেও মমতা নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সঙ্গে তিনি BJP’র জয়ী হওয়ার চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন।
বিপরীতে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের TMC সভাপতি বাপ্পাদিত্য গর্গ দাবি করেছেন, দলের মনোনয়ন বিষয়ে শুধু দলই জানে। তবে তিনি নিশ্চিত—শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রাম থেকে আসন ছাড়বেন। তার যুক্তি, শুভেন্দুর নিজের বুথ তালিতায় তৃণমূল জিতেছে, লোকসভা ক্ষেত্রেও তিনি তৃণমূলকে ৪১২ ভোটে এগিয়ে রেখেছেন, আর পঞ্চায়েত সমিতিতেও প্রায় ২৫০০ ভোটের লিড দিয়েছেন—এসব তথ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন, শুভেন্দুর এখন নন্দীগ্রামে যা শক্তি সেটা তৃণমূলের পক্ষেই যাবে।
আরও পড়ুনঃ অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দিন কড়া নির্দেশ নির্দেশ সুপ্রিম কোর্ট
- More Stories On :
- Mamata Banerjee
- 2026 Assembly election
- Nandigram
- Nandigram candidate
- TMC Strategy
- Electoral geography
- Bengal Politics 2026,মমতা বন্দ্যোপাধ্যায়
- ২০২৬ বিধানসভা নির্বাচন
- নন্দীগ্রাম থেকে প্রার্থী
- তৃণমূল কংগ্রেস প্রার্থী
- নন্দীগ্রাম আসন ,রাজনীতির পূর্বাভাস ,বাংলা রাজনীতি ২০২৬,bengali news
- Suvendu Adhikari,শুভেন্দু অধিকারী