সম্পত্তি নিয়ে বিবাদ, আর সেই থেকেই জন্ম এক শীতল, রোমহর্ষক খুন। মাঝরাতে স্যুটকেসে দেহ, ফেরি ঘাটে দেহ ফেলার পরিকল্পনা, কিন্তু শেষমেশ ধরা পড়ল দুই মহিলা—মা ও মেয়ে। কলকাতার আহিরীটোলা ঘাটে ট্রলি ব্যাগে এক নারীর দেহ উদ্ধার হওয়ার ঘটনায় সোমবার বারাসতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আদালত দোষীদের সাজা ঘোষণা করে। যাবজ্জীবন কারাদণ্ড পেলেন মূল অভিযুক্ত আরতি ঘোষ এবং তাঁর মেয়ে ফাল্গুনী ঘোষ। তাঁদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে ৬ মাস বাড়তে পারে জেল।
ঘটনা এই বছরের ফেব্রুয়ারি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লির একটি ভাড়া বাড়িতে থাকতেন আরতি ও তাঁর মেয়ে ফাল্গুনী। সেখানে কয়েক দিনের জন্য থাকতেই এসেছিলেন সুমিতা ঘোষ, যিনি ফাল্গুনীর পিসি-শাশুড়ি। ২৪ ফেব্রুয়ারি অসমে বাড়ি ফেরার কথা ছিল সুমিতার। কিন্তু তার আগের দিনই ঘটে ভয়ানক ঘটনা। সম্পত্তি নিয়ে ঝগড়ার জেরে তাঁকে নৃশংসভাবে খুন করে আরতি ও ফাল্গুনী—প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় সুমিতার, এরপর শরীরজুড়ে আঘাত। তারপর বাড়ির ভিতরেই তাঁর দেহ ট্রলিব্যাগে ভরে রেখে দেয় তারা।
এখানেই শেষ নয়। খুনের পরদিনই নিহতের ফোনপে অ্যাপ ব্যবহার করে বড় ট্রলি ব্যাগ কেনে মা-মেয়ে। মৃতার টাকায় হোটেলে খায়, সোনার গয়না কেনে, এমনকি আনন্দেও মাতেন। ২৫ ফেব্রুয়ারি ভোরে নতুন ট্রলি ব্যাগে দেহ ভরে প্রথমে ভ্যানে, তারপর ক্যাবে করে দেহ লোপাট করতে চলে যায় আহিরীটোলা ঘাটে।
কিন্তু ঘাটে উপস্থিত মানুষ সন্দেহ করলে ধরা পড়ে যায় সব। স্থানীয়রা ট্রলি খুলতেই বেরিয়ে আসে রক্তমাখা দেহ। ঘটনাস্থলে পুলিশ এসে দু’জনকে গ্রেফতার করে। পরে তদন্তভার নেয় মধ্যমগ্রাম থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১০৩(১), ২৩৮ এবং ৩(৫) ধারায় মামলা চলে। ৩০ অক্টোবর আদালত তাঁদের দোষী ঘোষণা করে। আর ৩ নভেম্বর শুনানো হয় সাজা—আজীবন কারাদণ্ড।
এ ঘটনা এক বীভৎস সত্য তুলে ধরল—সম্পর্ক, আত্মীয়তা আর বিশ্বাস আজ কতটা মূল্যহীন হয়ে পড়েছে লোভ আর সম্পত্তির লালসায়। আদালতের সাজা যেন সমাজকে সতর্ক করে–অপরাধ যত পরিকল্পিতই হোক, শেষমেশ ধরা পড়বেই।
আরও পড়ুনঃ Purulia: স্কুলে মদের আড্ডা, ছাত্রের রহস্যমৃত্যু.... গ্রেফতার তৃণমূল নেতা
- More Stories On :
- Madhyamgram
- Trolley Bag Murder

