চেন্নাইতে নিয়ে গিয়েও শষ রক্ষা হল না। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হল। প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। কোভিড পরবর্তী শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তা্ঁর ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে গিয়েছিলেন মুকুল রায় ও শুভ্রাংশু রায়। এর আগে দীর্ঘ দিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মুকুলপত্নী।
মুকুল রায় ও কৃষ্ণা রায় দু'জনেই কোভিড-এ আক্রান্ত হন গত মে-তে। মুকুল রায় বাড়িতে আইসোলোশনে থাকলেও কৃষ্ণাদেবীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। প্রথম থেকে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ছিল। কলকাতার হাসপাতালে একমো সাপোর্টে ছিলেন কৃষ্ণা রায়। তখন ফুসফুস প্রতিস্থাপনের কথা জানিয়ে দেন চিকিৎসকরা। তারপর তাঁকে ১৭ জুন এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
কৃষ্ণাদেবীর গুরুতর শারীরিক অসুস্থতার সময় মুকুল রায় ও শুভ্রাংশু তৃণমূল কংগ্রেসে ফিরে যান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে যান কৃষ্ণা রায়কে। তারপর বিজেপি নেতাদের টনক করে। জানা গিয়েছে, সম্ভবত আগামী কাল, বুধবার কৃষ্ণাদেবীর মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হবে।