পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় "আমরা দাদার অনুগামীদের" পক্ষ থেকে পথচলতি মানুষ এবং সিভিক ভলেন্টিয়ার ও মোহনপুর থানার পুলিশদের প্রায় ১৫০০ মাস্ক বিতরণ করা হল রবিবার। এছাড়াও ১০০০ টি সাবান এবং ২০০ টি গ্লাভস বিতরণ করা হয় এদিন। এদিনের এই কর্মসূচি সফল করার পিছনে যাদের অবদান অস্বীকার করা যাবে না তারা হলেন দেবদীপ অধিকারী(বিলু) , প্রদীপ কুমার পাত্র, রাজীব নায়ক ও সুদীপ পাত্র , অর্নিবান আচার্য , সোহারব আলি।
- More Stories On :
- Mask
- Distribute