স্ট্রাইকার সমস্যা কাটতে চলেছে এসসি ইস্টবেঙ্গলে। কয়েকদিনের মধ্যেই গোয়ার শিবিরে যোগ দিচ্ছেন পর্তুগালের প্রথম ডিভিশনে খেলা স্ট্রাইকার মার্সেলো রিবেইরো ডস স্যান্টোস।
আইএসএলের প্রথম থেকেই স্ট্রাইকার সমস্যায় সমস্যায় ভুগতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। দলবদলের দ্বিতীয় উইন্ডোতে নতুন স্ট্রাইকারকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। পর্তুগালের প্রথম ডিভিশনে খেলা ক্লাব গিল ভিসিন্তে খেলা মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে এবার খেলতে দেখা যাবে লালহলুদ জার্সি গায়ে।
আরও পড়ুনঃ সুপারস্প্রেডারের ভয়ে গঙ্গাসাগর মেলা বন্ধ করতে আদালতে আর্জি ডক্টর্স ফোরামের
আইএসএলে বিদেশি ফুটবলাররাই সাধারনত পার্থক্য গড়ে দেন। কিন্তু লালহলুদে ড্যানিয়েল চিমা, আমির ডার্বিসেভিচরা দলকে ভরসা দিতে পারেননি। হাতে বিকল্প না থাকায় ড্যানিয়েল চিমাকে দিনের পর দিন প্রথম একাদশে খেলাতে হয়েছে। কিন্তু তিনি যেভাবে গোলের সুযোগ নষ্ট করেছেন, এককথায় অবিশ্বাস্য। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য উদগ্রীব ছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। অবশেষে দলবদলের দ্বিতীয় উইন্ডোতে তাঁকে ছেঁটে ফেললেন। মুম্বই সিটি এফ সি ম্যাচের পরই তাঁর সঙ্গে চুক্তি ছিন্ন করা হয়।
আরও পড়ুনঃ আইএসএলে ইতিহাস গড়তে চলেছে এসসি ইস্টবেঙ্গল। কীভাবে দেখে নিন
ড্যানিয়েল চিমার পরিবর্ত হিসেবে আগে থেকেই বিদেশি স্ট্রাইকারের খোঁজে ছিলেন লালহলুদ কর্তারা। একসময় গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ব্রাইট এনবাখারের সঙ্গে কথাও বলেন। কিন্তু এই মুহূর্তে তিনি কভেন্ট্রির সঙ্গে চুক্তি ছিন্ন করে আসতে রাজি হননি। হাইমে কোলাডোরে সঙ্গেও কথা বলেন। শেষ পর্যন্ত পর্তুগালের মার্সোলো রিবেইরো ডস স্যান্টোসকে সই করালেন লালহলুদ কর্তারা।
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
— SC East Bengal (@sc_eastbengal) January 10, 2022
We are pleased to announce that we have acquired the services of young Brazilian striker 𝐌𝐚𝐫𝐜𝐞𝐥𝐨 𝐑𝐢𝐛𝐞𝐢𝐫𝐨 𝐝𝐨𝐬 𝐒𝐚𝐧𝐭𝐨𝐬 on loan from Gil Vicente FC till the end of the season, subject to clearances.#WelcomeMarcelo #WeAreSCEB pic.twitter.com/FER5whE2Lm
২৪ বছর বয়সী ডস স্যান্টোস ২০২১–র আগস্টে প্রথম গিল ভিসেন্তের জার্সি গায়ে মাঠে নামেন। এখনও পর্যন্ত তিনি ৩টির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ডস স্যান্টোসও নিয়মিত খেলার আশায় ক্লাব ছাড়তে মুখিয়ে ছিলেন। লালহলুদ কর্তাদের প্রস্তাব তিনি গ্রহন করেন। আপাতত তিনি গিল ভিসেন্তে থেকে লোনে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন। এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করার পর মার্সোলো রিবেইরো ডস স্যান্টোস বলেন, ‘এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি খুশি। শুনেছি এই ক্লাবটি ভারতের অন্যতম সেরা। আশা করছি দলের হয়ে ভাল অবদান রাখতে পারব।’ স্যান্টোসকে চুক্তি করলেও আপাতত কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারবেন না। ভারতে এসে তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে একটাই সুবিধা তিনি খেলার মধ্যে রয়েছেন।
আরও পড়ুনঃ এসটিএফের অভিযানে ৬৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার বাবা ও ছেলে, ব্যাপক চাঞ্চল্য বর্ধমানে
- More Stories On :
- ISL
- SC East Bengal
- New Foreigner
- Marcelo Dos Santos