মঙ্গলবারই বন্ধ হয়ে যাবে ট্রান্সফার উইন্ডো। তার আগে জোর কদমে দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। তরুণ ফুটবলার অমরজিৎ সিং কিয়ামকে তুলে নেওয়ার পর এফসি গোয়ার সেরিনিও ফার্নান্ডেজের সঙ্গেও চুক্তি পাকা করল লালহলুদ। এফসি গোয়ার পক্ষ থেকে সেরিনিও ফার্নান্ডেজকে রিলিজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটিকে মোহনবাগানের প্রবীর দাসও এসসি ইস্টবেঙ্গলের পথে। তিনি সবুজমেরুণ কর্তাদের কাছ থেকে রিলিজ চেয়েছেন।
দলগঠনের কাজে এসসি ইস্টবেঙ্গল ঝাঁপালেও ফুটবলারদের সঙ্গে চুক্তি করতে গিয়ে তাঁদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পরের বছর শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ক্লাবের লগ্নিকারী সংস্থা হিসেবে থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই কর্তারা ফুটবলারদের সঙ্গে ১ বছরের চুক্তি করতে চাইছেন। অনেক ফুটবলার ১ বছরের চুক্তিতে রাজি হচ্ছেন না, তাঁরা দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছেন। কিন্তু শ্রী সিমেন্ট কর্তারা নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চাইছেন না। ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা আগেই লগ্নিকারী শ্রী সিমেন্টকে ফুটবলারদের তালিকা পাঠিয়েছে। সেই তালিকা অনুযায়ী ফুটবলার নেওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুনঃ নীরজে উদ্বুদ্ধ দেবেন্দ্র প্যারালিম্পিকে দেশকে এনে দিলেন রুপো
এই পরিস্থিতিতে এফসি গোয়া থেকে এক বছরের লোনে তারকা মিডিও অমরজিৎ সিং কিয়ামকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। গত আইএসএল চলাকালীন তিনি জামশেদপুর এফসি থেকে এফসি গোয়াতে গেলেও সুযোগ বিশেষ পাননি। তবে এএফসি কাপে চারটি ম্যাচ খেলেছেন। সেরিনি ফার্নান্ডেজ চার বছর ধরে এফসি গোয়াতে রয়েছেন। এফ সি গোয়ার রিজার্ভ দলের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন সেরিনিও ফার্নান্ডেজ। রিজার্ভ দলের হয়ে গোয়া প্রো লিগ, পুলিশ কাপ জিতেছেন। গত বছর আইএসএলের আগে এফসি গোয়ার মূল দলে সই করানো হলেও খেলার সুযোগ পাননি।
আরও পড়ুনঃ প্রথম পুরস্কার শাহিদার, উচ্ছ্বসিত মা
অমরজিৎ সিং কিয়াম, সেরিনিও ফার্নান্ডেজের সঙ্গে চুক্তি পাকা করার পর জ্যাকিচাঁদ সিংয়েরও লালহলুদে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। শুভ ঘোষ, হীরা মণ্ডলও এসসি ইস্টবেঙ্গলের পথে। রাজু গায়কোয়াড়, অঙ্কিত মুখোপাধ্যায়কেও লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে। এই দুই ফুটবলারকেও ধরে রাখতে সক্ষম হয়েছেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। এটিকে মোহনবাগানে সুযোগ না পেয়ে প্রবীর দাসও কর্তাদের কাছে রিলিজ চাইতে চলেছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। সবুজমেরুণ কর্তারা যদি প্রবীর দাসকে রিলিজ দেন, তাঁর গায়েও লালহলুজ জার্সি উঠবে।
- More Stories On :
- East Bengal
- Football
- Transfer