আইএসএল অভিযানের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সকে ৪–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান। তারপর ডার্বিতেও দুর্দান্ত জয়। চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়েছিল ৩–০ ব্যবধানে। তারপর টানা ৪ ম্যাচে জয়হীন। পরপর দুটি পরাজয়ের পর দুটি ড্র। ভাল দল হাতেও পেয়েও দলের জঘন্য পারফরমেন্স। খারাপ পারফরমেন্সের দায় নিয়ে পদত্যাগ করলেন এটিকে মোহনবাগান কোচ আন্তেনীয় লোপেজ হাবাস। বলা ভাল, টিম ম্যানেজমেন্টের কাছে সমালোচিত হয়েই অপমানে দায়িত্ব ছাড়লেন তিনি। আপাতত দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ম্যানুয়েল কাসকালান।
গতবছরের থেকেও এবছর শক্তিশালী দল গড়েছে এটিকে মোহনবাগান। আক্রমণভাগে রয় কৃষ্ণার সঙ্গে যুক্ত হয়েছেন হুগো বোমাস। দলে নেওয়া হয়েছে জনি কাউকোর মতো তারকাকে। ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কোলাসোরা তো রয়েছেনই। তা সত্ত্বেও খারাপ পারফরমেন্স এটিকে মোহনবাগানের। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রয়েছে ষষ্ঠ স্থানে। বেঙ্গালুরু এফসি–র সঙ্গে আগের ম্যাচে ড্র করার পর হাবাস নিজেই প্লে অফে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন।
কোচ হিসেবে খুব একটা খারাপ পারপরমেন্স নেই হাবাসের। আইএসএলে তিনি অন্যতম সফল কোচ। দু’দুবার তিনি আইএসএল খেতাব জিতেছেন। গতবছর রানার্স করেছেন এটিকে মোহনবাগানকে। এবছর তাঁর হাতে শক্তিশালী দল তুলে দিয়েছেন কর্তারা। তা সত্ত্বেও সাফল্য নেই। আসলে রয় কৃষ্ণার খারাপ ফর্ম এবং রক্ষণ সমস্যায় প্রতি ম্যাচেই ডুবতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। সব দায় নিতে হচ্ছে আন্তোনীয় লোপেজ হাবাসকে। রক্ষণে সন্দেশ ঝিংঘানের না থাকাটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটিকে মোহনবাগানের কাছে।
সূত্রের খবর, বেঙ্গালুরু এফসি ম্যাচের পরই কর্তাদের রোষানলে পড়েন হাবাস। তাঁর কাছে দলের একের পর এক ব্যর্থতার কারণ জানতে চান কর্তারা। কর্তাদের আচরণে অসম্মানিত বোধ করেছিলেন হাবাস। আকার ইঙ্গিতে অপসারনের কথা বলেছিলেন কর্তারা। কিন্তু সম্মান বজায় রাখতে কর্তাদের সেই সুযোগ দিলেন না হাবাস। আপাতত তাঁর সহকারী হিসেবে কাজ করা ম্যানুয়েল কাসকালানা দায়িত্ব সামলাবেন। ইতিমধ্যেই এটিকে মোহনবাগান কর্তারা নতুন কোচের সন্ধানে নেমেছেন। কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছে। সামনের সপ্তাহের মধ্যেই নতুন কোচ ঠিক হয়ে যাবে।
- More Stories On :
- ATK Mohun Bagan
- Habas