জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। ম্যান ইউ জার্সিতে দ্বিতীয় ইনিংসের সূচনাতেও দুর্দান্ত ছন্দে। নিউ ক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জোড়া গোল। তবুও ‘ফিফা ২২’–তে প্রথম দুইয়ে জায়গা করে নিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন সেই লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখের গোল মেশিন রবার্ট লেওয়ানডস্কি।
আরও পড়ুনঃ টকোহলিদের পাশে সৌরভ, শাস্ত্রীদের কোনও শাস্তি হচ্ছে না
পারফরমেন্সের ভিত্তিতে বিশ্বের সেরা ২২ জন ফুটবলারকে বেছে নিয়েছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। ম্যাচ অনুযায়ী এই ফুটবলারদের রেটিং করা হয়েছে। সেই রেটিংয়ের ভিত্তিতে আবার শীর্ষে মেসি। কিছুদিন আগে প্যারিস সাঁ জাঁ–তে যোগ দেওয়া এই আর্জেন্টিনীয় তারকার পয়েন্ট ৯৩। ক্লাব ফুটবলে দুর্দান্ত সাফল্যের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে দিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি। তাঁর সংগ্রহে ৯২ পয়েন্ট। গত মরশুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেশলিগায় চ্যাম্পিয়ন করার পেছনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন তিনিই। গার্ড মুলারের বু্ন্দেশলিগায় এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দিয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি। তাঁর ঠিক পেছনেই রয়েছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সি আর সেভেনের রেটিং ভ্যালু ৯১। গত মরশুমে সিরি এ–তে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। চতুর্থ স্থানে শেষ করেছিল জুভেন্টাস। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ইনিংস শুরুর আগে এই রেটিং করেছে ফিফা।
আরও পড়ুনঃ টিকা নেওয়ার পর অ্যান্টিবডি কমে গিয়েছে? কী বলল আইসিএমআর?
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রেটিংয়ের ফুটবলার হিসেবে স্থান পেয়েছেন কেভিন ডি ব্রুয়েন। ৯১ পয়েন্ট পেয়ে ‘ফিফা ২২’–এ চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন প্যারিস সাঁ জাঁ–র কালিয়ান এমবাপে। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র রয়েছেন এমবাপের পরেই। সপ্তম স্থানে ওবলাক। এরপর রয়েছেন হ্যারি কেন ও এন’ গোলো কন্তে রয়েছেন। দুজনেরই রেটিং ৯০। ম্যানুয়েল নেউর, টের স্টেগান, মহম্মদ সালাহ, গিয়ানলুইগি ডোনারুম্মা, বেনজিমা, ভির্জিল ভ্যান ডিক, কিমিচ, সন, অ্যালিসন বেকার, কুর্তিয়াস, ক্যাসিমিরো, এডারসন, সাদিও মানেরাও ‘ফিফা ২২’–এ জায়গা করে নিয়েছেন। ইতালিয়ান গোলকিপার গিয়ানলুইগি ডোনারুম্মার ‘ফিফা ২২’–এ জায়গা পাওয়াটা আশ্চর্যজনক নয়। ২০২০ ইউরো কাপে তিনি সেরা গোলকিপারের স্বীকৃতি পেয়েছিলেন।
- More Stories On :
- Football
- FIFA Ranking
- Lionel Messi