এই মুহূর্তে দলের গভীরতার দিক দিয়ে ভারত ও ইংল্যান্ড বিশ্বের অন্য দলগুলির তুলনায় অনেকটাই এগিয়ে। বিকল্প ক্রিকেটারের সংখ্যা অনেক। আর দলের এই গভীরতার জন্যই নিজেদের শীর্ষস্থানে তুলে নিয়ে এসেছে এই দুটি দল। তবে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং শক্তির আসল পরীক্ষা হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।
ভারতীয় দলের গভীরতা কতটা, তা বোঝাতে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক। ইয়ান চ্যাপেল বলেন, ‘দলে কতটা গভীরতা রয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত সেটা দেখিয়েছে। চোটে জর্জরিত ভারতীয় দল পিছিয়ে থেকে সিরিজ জিতেছে। বিশেষ করে জোরে বোলিং বিভাগের কথা বলতেই হবে। প্রথম ও দ্বিতীয় টেস্টে ৬ জনকে বদল করেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এইরকম অতিমারীর সময়ে দলের গভীরতা বজায় দারুণ ব্যাপার।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সব ম্যাচে সেরা বোলার মহম্মদ সামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মাদের পায়নি ভারত। উমেশ যাদব, মহম্মদ সিরাজ, টি নটরাজনদের মতো বোলারদের ওপর ভরসা করতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে।
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের গভীরতার কথাও শোনা গেছে ইয়ান চ্যাপেলের মুখে। তিনি বলেন, ‘প্রথম একাদশের অনেক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েও এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়েছিল নিউজিল্যান্ড। আর ইংল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে। ইংল্যান্ডের দুই জোরে বোলার সাকিব মাহমুদ ও ব্রাইডন কার্স গতি দিয়ে চমকে দিয়েছে।’
চ্যাপেল মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের গভীরতার আসল পরীক্ষা। তিনি লিখেছেন, ‘যখনই ব্যাটিং গভীরতার কথা উঠে আসে, অন্য দলগুলির তুলনায় ভারত অনেকটাই এগিয়ে। ভারতে অনেক ভাল ভাল ব্যাটসম্যান উঠে এসেছে। যাদের টেকনিক সত্যিই অতুলনীয়। প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজেদের প্রতিভা মেলে ধরেছে। তবে ইংল্যান্ডের বাউন্সি ও সিমিং উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের আসল পরীক্ষা। এখনও পর্যন্ত একটাও ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি। একটা মাত্র ওয়ার্ম ম্যাচ খেলে টেস্ট সিরিজে মাঠে নামবে। ভারতীয় কয়েকজন রিজার্ভ ক্রিকেটারকে ইংল্যান্ড সিরিজে পরীক্ষা দিতে হবে।’
- More Stories On :
- Cricket...India