আচমকাই প্রয়াত হলেন ডিন জোন্স। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার আইপিএলে ধারাভাষ্যের কাজে মুম্বাইয়ে ছিলেন। বুধবারের ম্যাচের কমেন্ট্রি প্যানেলে ছিলেন। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর মুম্বাইয়ের হোটেলে প্রাতরাশের পর আজকের আইপিএল ম্যাচের প্রস্তুতি নিয়ে বৈঠকেও হাজির ছিলেন সহকর্মীদের সঙ্গে। এরপর আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। জানা গিয়েছে, নিজের ঘরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন 'ডিনো'। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বয়স হয়েছিল ৫৯। আইপিএলের মাঝেই তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত সকলেই। চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়ার টাই টেস্টে প্রবল গরম উপেক্ষা করে তাঁর দ্বিশতরান স্মরণীয় হয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট ও ১৬৪টি ওয়ান ডে খেলেছেন, ১৯৮৭-র বিশাবকাপজয়ী দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভিক্টোরিয়া ও ডার্বিশায়ারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কয়েক বছর। এরপর কোচিং ও ধারাভাষ্যের কাজে যুক্ত ছিলেন। আফগানিস্তানের অন্তর্বর্তী কোচ হয়েছিলেন। ২০১৫ থেকে ২০১৯ অবধি পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে, সমবেদনাও জানানো হয়েছে।
- More Stories On :
- Dean Jones
- Australia
- IPL