আম্পায়াররা আর ৬ বল হওয়ার পর ওভার শেষের ইঙ্গিত দেবেন না। একপ্রান্ত থেকে ওভার শেষ হওয়ার পর অন্য প্রান্ত থেকেও বোলিং শুরু হবে না। একজন বোলার ইচ্ছে করলে একপ্রান্ত থেকে টানা ১০টি বল করতে পারবেন না। আর ধারাভাষ্যকাররাও ব্যাটসম্যানদের ব্যাটসম্যান বলবেন না। পরিবর্তে বলবেন ব্যাটার্স। ক্রিকেটে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। আর এই সব পরিবর্তন দেখা যাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক টেনিসে ঐতিহাসিক সাফল্য বাঙালি তরুণের
সীমিত ওভারের ক্রিকেটের পর অনেক আগেই এসে গেছে টি২০ ক্রিকেট। এবার আত্মপ্রকাশ ঘটতে চলেছে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের। ২১ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মস্তিষ্কপ্রসূত নতুন ফরম্যাটের ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নেবে পুরুষ ও মহিলাদের দল। মঙ্গলবারই এই প্রতিযোগিতার নিয়মকানুন প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ এ মাসেই
এই নতুন ফরম্যাটের ক্রিকেটে ওভারের ধারণা থাকছে না। একজন বোলারের ৫টি বল শেষ হলেই আম্পায়ার সাদা কার্ড দেখাবেন। ইচ্ছে হলে অধিনায়ক বোলার পরিবর্তন করতেও পারেন, আবার নাও পারেন। একজন বোলার টানা ১০টি বল করতে পারবেন। ক্রিকেটে সাধারণত ওভার শেষ হলেই প্রান্ত বদল হয়। ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে ৫ বল করার পর প্রান্ত বদল করা যাবে না। একপ্রান্ত থেকেই ১০টি বল করতে হবে। একজন বোলার ম্যাচে ২০টি বল করতে পারবেন। পাওয়ার প্লে–র নিয়মেও নতুনত্ব। ১০০ বলের ইনিংসে প্রথম ২৫টি বল হবে পাওয়ার প্লে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ফিল্ডিংকারী দল ২ মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট নিতে পারবে।
আরও পড়ুনঃ গুগল 'পিসেমশাই' জন্মদিনের তারিখ ভুল বলছে মনামীর
এখানেই শেষ নয়, নিয়মে আরও নতুনত্ব থাকছে। কোনও ব্যাটসম্যান যদি ক্যাচ আউট হন, তাহলে রান নিতে যাওয়া নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যান যদি আউট হওয়া ব্যাটসম্যানকে অতিক্রম করেন, তাঁকে আবার সেই নন স্ট্রাইকিং প্রান্তেই ফিরে যেতে হবে। নতুন যে ব্যাটসম্যান ক্রিজে আসবেন তাঁকেই স্ট্রাইক নিতে হবে। উইকেটের মাঝে দাঁড়িয়ে টস করার ব্যাপারটাও থাকছে না। বিনোদনের জন্য তৈরি মঞ্চেই টস করতে হবে দুই অধিনায়ককে। গ্রুপ পর্যায়ে ম্যাচ টাই হলে দুটি দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। এলিমিনেটর ও ফাইনাল টাই হবে সুপার ফাইভ হবে। সেখানেও টাই হলে আবার সুপার ফাইভ হবে। পরপর দুবার সুপার ফাইভ টাই হলে গ্রুপ পর্যায়ে ভাল জায়গায় থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হবে না। শাস্তি হিসেবে অভিযুক্ত দলকে একজন কম ফিল্ডার নিয়ে খেলতে হবে।
- More Stories On :
- Cricket
- The Hundred
- England
- 100 Ball