রবিবার দুই হাই-ভোল্টেজ ফাইনাল। দুই মহাদেশের দুটি সর্ববৃহৎ টুর্নামেন্টে মুখোমুখি কোপা ফাইনালে আর্জেন্টিনা : ব্রাজিল, ইউরো ফাইনালে ইতালি : ইংল্যান্ড। একনজরে দেখে নেওয়া যাক কবে কোথায় কখন খেলা গুলি অনুষ্ঠিত হচ্ছে।
কোপা ফাইনাল
প্রতিপক্ষঃ আর্জেন্টিনা : ব্রাজিল।
স্টেডিয়ামঃ মারাকানা
স্থানঃ রিও ডি জেনিরো, ব্রাজিল।
তারিখঃ ১১/০৭/২০২১ (রবিবার)
সময়ঃ ভোর ৫টা ৩০ মিনিট থেকে।
চ্যানেলঃ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ২ চ্যানেলে।
# দুই দেশ মোট মুখোমুখি ১০৭ বার
# আর্জেন্টিনা জয়ী ৩৯ বার
# ব্রাজিল জয়ী ৪৩ বার
# ড্র ২৫ বার
* কোপায় দুই দেশ মুখোমুখি ৩৩ বার
* আর্জেন্টিনা জয়ী ১৫ বার
* ব্রাজিল জয়ী ১০ বার
* ড্র ৮ বার
# আর্জেন্টিনা কোপায় চ্যাম্পিয়ন ১৪ বার
# ব্রাজিল কোপায় চ্যাম্পিয়ন ৯ বার
# আর্জেন্টিনা ম্যাচে নজর রাখুন: মেসি, নেইমার
ইউরো ফাইনাল
প্রতিপক্ষঃ ইতালি : ইংল্যান্ড
স্টেডিয়ামঃ ওয়েম্বলি স্টেডিয়াম।
স্থানঃ লন্ডন, ইংল্যান্ড।
তারিখঃ ১২/০৭/২০২১ (রবিবার রাত)
সময়ঃ ১২টা ৩০ মিনিট থেকে।
চ্যানেলঃ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ২ চ্যানেলে
* ইউরো-তে দুই দেশ মুখোমুখি ২৭ বার
* ইতালির জয় ১১ বার
* ইংল্যান্ডের জয় ৮ বার
* ড্র ৮ বার
নজর রাখুন
ইতালিঃ ইনসিগনে, ইম্মোবিলে, চিয়েসা, চিয়েল্লিনি, জর্জিনহো
ইংল্যান্ডঃ হ্যারি কেন, রাহিম স্টার্লিং, ম্যাসন মাউন্ট