একের পর এক পয়েন্ট নষ্ট। সতীর্থদের একে অপরকে দোষারোপ। দলের ওপর কোচের নিয়ন্ত্রণহীনতা। সর্বোপরি কোচের অপসারন। গত কয়েকদিন ধরেই টালমাটাল পালতোলা নৌকা। ফোকাস হারিয়েছেন ফুটবলাররা। ডুবন্ত নৌকাকে বাঁচাতে আন্তোনীয় লোপেজ হাবাসের পরিবর্তে এফসি গোয়া থেকে এটিকে মোহনবাগান কর্তারা হাইজ্যাক করে নিয়ে এসেছেন জুয়ান ফেরান্দোকে। সবুজমেরুণ বাগানকে ছন্দে ফেরানোই এখন চ্যালেঞ্জ এই নতুন কোচের।
মঙ্গলবার নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। তার আগেই সরকারিভাবে জুয়ান ফেরান্দোকে কোচ হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেন বাগান কর্তারা। রবিবারই চুক্তি হয়ে গিয়েছিল। সোমবারই এফসি গোয়ার বায়ো বাবল ছেড়ে এটিকে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছেন রয় কৃষ্ণাদের নতুন হেড স্যার। মঙ্গলবার নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে থাকবেন। শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে জুয়ান ফেরান্দোকে। তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছে এটিকে মোহনবাগান শিবির।
এমন পরিস্থিতি এটিকে মোহনবাগানের দায়িত্ব নিয়েছেন জুয়ান ফেরান্দো, যখন দলে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। সিনিয়র ফুটবলারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চলছে দোষারোপের পালা। রয় কৃষ্ণা যেমন মাঝমাঠ থেকে বল সরবরাহ না পাওয়ার অভিযোগ করছেন, তেমনই ছন্দে পাওয়া যাচ্ছে না জনি কাউকেকে। হুগো বোমাসকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দলে অনেক সমস্যা। সেইসব সমস্যা মিটিয়ে দলকে জয়ের সরণিতে নিয়ে আসাটাই চ্যালেঞ্জ জুয়ান ফেরান্দোর।
নতুন কোচের কাছে প্রথম চ্যালেঞ্জ দলের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসা। পাশাপাশি রক্ষণ সংগঠনের দিকেও বাড়তি নজর দিতে হবে। প্রতি ম্যাচেই রক্ষণের ভুলে গোল খেতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তিরি, প্রীতম কোটালরা সেরা ছন্দে নেই। তারওপর আক্রমণভাগে রয় কৃষ্ণা ও হুগো বোমাসের জুটি ক্লিক করছে না। এসব সমস্যা মিটিয়ে দলকে ছন্দে ফেরাতে হবে ফেরান্দোকে। এটিকে মোহনবাগানের দায়িত্ব নিয়ে নতুন কোচ বলেছেন, ‘চেষ্টা করব সেরাটা দিয়ে দলকে ছন্দে ফেরাতে। প্রথম লক্ষ্য দলকে জয়ের রাস্তায় নিয়ে এসে সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটানো।’ তিনি আশাবাদী যে, পরিস্থিতির সঙ্গে ফুটবলাররা মানিয়ে নেবেন।
- More Stories On :
- ISL
- ATK Mohun Bagan
- Xian Fernando
- Nort-East United