আইসিসি–র প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী, প্রত্যেকেই সোচ্চার হয়েছিলেন। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও প্রশ্ন তুলেছিলেন। জো রুট, টিম পাইনরাও সমালোচনা করেছিলেন। তাই টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরুর আগে পয়েন্ট সিস্টেমে বদল নিয়ে এসেছে আইসিসি।
আরও পড়ুনঃ নিয়মে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট
ভারত–ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ। এই সিরিজেই নতুন পয়েস্ট সিস্টেম চালু হবে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও ম্যাচ জিতলে জয়ী দল ১২ পয়েন্ট পাবে। ড্র হলে দুই দল পাবে ৪ পয়েন্ট করে। আর ম্যাচ টাই হলে দুই দলই পাবে ৬ পয়েন্ট করে। নতুন সিস্টেমে সেই সিরিজে কটা টেস্ট হচ্ছে তা আর বিচার করা হবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে সিরিজ জেতা দল ১২০ পয়েন্ট পেত। কিন্তু সেই সিরিজে কটা টেস্ট ম্যাচ রয়েছে, তা বিচার করা হত না। ১ টেস্টের সিরিজ জিতলেও যে পয়েন্ট পাওয়া যেত, ৫ টেস্টের সিরিজেও একই পয়েন্ট পেত জয়ী দল। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলি এই সিস্টেম মানতে চায়নি।
আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানের স্বার্থে নিয়ম বদল! প্রশ্নের মুখে আইএফএ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের পয়েন্ট সিস্টেম পরিবর্তন করার জন্য আইসিসি–র কাছে বেশ কয়েকটা প্রস্তাব এসেছিল। তারই ভিত্তিতে আইসিসি–র ক্রিকেট কমিটি পয়েন্ট সিস্টেমে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন পয়েন্ট সিস্টেম চালু করার আগে সব দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে নিয়েছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণেও ৯টি দল ৩টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে সবথেকে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড। হোম ও অ্যাওয়ে মিলিয়ে খেলবে ২২ টেস্ট। ভারত খেলবে ১৯টি, অস্ট্রেলিয়া ১৮টি। দক্ষিণ আফ্রিকা ১৫টি, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১৩টি করে টেস্ট। বাংলাদেশ খেলবে ১৩টি। ভারত হোম সিরিজ খেলবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্গা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অ্যাওয়ে সিরিজ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে। আইসিসি–র ভারপ্রাপ্ত সিইও জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘প্রথম সংস্করণের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই এবার বদল নিয়ে আসা হয়েছে। আগেরবার সিরিজ জিতলে পয়েন্ট পাওয়া যেত। এবার প্রতিটা ম্যাচের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হবে।’
- More Stories On :
- Cricket
- WTC
- ICC
- Test Cricket