আদৌও ভাল দল গড়তে পারবে তো এসসি ইস্টবেঙ্গল? একসময় প্রশ্নটা দারুণভাবেই দেখা দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে লাল–হলুদ। একঝাঁক দেশীয় ফুটবলারকে সই করানোর পর এসসি ইস্টবেঙ্গল কর্তারা নজর দিয়েছেন বিদেশি ফুটবলার বাছাইয়ের দিকে। শনিবারই প্রথম বিদেশি চূড়ান্ত করে ফেলল এসসি ইস্টবেঙ্গল। স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির দারভিসেভিচকে দেখা যাবে লাল–হলুদ জার্সি গায়ে খেলতে।
৬ ফুট ৫ ইঞ্চির আমির দারভিসেভিচ স্লোভেনিয়ার অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২১ এবং সিনিয়র দলের হয়ে খেলেছেন। ২৯ বছরের এই মিডফিল্ডার এসসি ইস্টবেঙ্গলে আসছেন এফসি মারিবর ক্লাব থেকে। এই ক্লাবের হয়ে ঘরোয়া লিগে ১২৩টি ম্যাচে তাঁর ৬৬টি গোল রয়েছে। ইন্টারব্লকের হয়ে ফুটবলজীবন শুরু করেছিলেন আমির দারভসেভিচ। তারপর ২০১১ সালে এই ক্লাবেই সিনিয়র দলে সুযোগ পান আমির। এক মরশুম ইন্টারব্লকে কাটিয়ে পরের মরশুমে যোগ দেন ক্রকায়। ২০১৩–তে আবার ফিরে আসেন মারিবরে। এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে পর্যন্ত এই ক্লাবেই ছিল আমির দারভিসেভিচ।
লাল–হলুদ শিবিরে যোগ দেওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত স্লোভেনিয়ার এই ফুটবলার। ভারতীয় ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণা নেই। তবে কলকাতা ডার্বি সম্পর্কে তিনি শুনেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী দল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলার সুযোগ তাঁর সামনে এসে গিয়েছে। এই পরিস্থিতিতে নিজের উত্তেজনা আর ধরে রাখতে পারছেন না আসন্ন মরশুমে লাল–হলুদ পরিবারের প্রথম বিদেশি ফুটবলার।
এসসি ইস্টবেঙ্গলে সই করার পর দারভিসেভিচ জানিয়েছেন, ‘বিশ্বের এই প্রান্তে বসেও আমি কলকাতা ডার্বির কথা অনেক শুনেছি। এই ম্যাচে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। ইতিপূর্বে স্লোভানিয়ার সবথেকে বড় ফুটবল ডার্বি ম্যাচে আমি অংশগ্রহণ করেছিলাম। ফলে একটা ডার্বি ম্যাচের সঙ্গে ঠিক কতটা আবেগ জড়িয়ে থাকে, সেটা আমি খুব ভালো করেই জানি। সমর্থকদের কাছে এই আবেগের গুরুত্ব ঠিক কতখানি সেটার ব্যাপারে আমি যথেষ্ট অবগত।’ এখন দেখার লাল–হলুদের মাঝমাঝকে কতটা নির্ভরতা দিতে পারেন এই স্লোভেনিয়ার ফুটবলার।
- More Stories On :
- Football
- SC East Bengal
- New Foreigner