গত মরশুমের শেষদিকে শোনা গিয়েছিল জুভেন্টাস ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ, প্যারিস সাঁ জা–র মতো দলগুলিও ‘সি আর সেভেন’–কে পেতে আগ্রহী ছিল। অবশেষে জুভেন্টাস ছাড়ছেন রোনাল্ডো। তবে ম্যান সিটি কিংবা রিয়েল মাদ্রিদ নয়, আবার পুরনো ক্লাবে ফিরছেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন রোনাল্ডো। ২০০৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত এই ক্লাবেই খেলেছিলেন। ইতালিয়ান ফুটবলে ‘সি আর সেভেন’ যুগের পরিসমাপ্তি হতে চলেছে।
জুভেন্টাসের সঙ্গে আরও একবছরের চুক্তি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার মাঝেই বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল নতুন ক্লাবে যোগ দিতে পারেন তিনি। জল্পনায় উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সঁ জা–র মতো ক্লাবের নামগুলি। যদিও সেই জল্পনাকেই সত্যি করে এবার জুভেন্তাস ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার তাঁর কথা হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে। আগুয়েরোর বিকল্প হিসেবে হ্যারি কেনকে নেওয়ার কথা ভেবেছিল ম্যান সিটি। কিন্তু তিনি হাতছাড়া হতেই রোনাল্ডোর জন্য ঝাঁপায়।
আরও পড়ুনঃ আর নিজের পায়ে হাঁটতে পারবেন না ক্রিস কেয়ার্নস?
রোনাল্ডো নিজেও ইতালি ছেড়ে ইংল্যান্ডের ক্লাবে যোগ দিতে চাইছিলেন। ম্যান সিটির সঙ্গে যোগাযোগ শুরু করেন তাঁর এজেন্ট মেন্ডেজ। তবে ম্যান সিটি জানিয়ে দেয়, রোনাল্ডোকে ফ্রি প্লেয়ার হিসেবে নিতেই তারা আগ্রহী। জুভেন্তাসকে কোনও ট্রান্সফার ফি দেবে না। এরপরই আসরে নামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা জুভেন্টাসের শর্ত মেনে ট্রান্সফার ফি দিতে রাজি হয়।
আরও পড়ুনঃ চেতেশ্বর পুজারার ব্যাটে সমালোচকদের জবাব
এরই মধ্যে জুভেন্টাস ম্যাক্স অ্যালেগ্রিকে রোনাল্ডো জানিয়ে দেন, তিনি আর জুভেন্তাসে থাকতে চাইছেন না। শুক্রবার সকালে সকলে যখন অনুশীলনে নামছিলেন তখনই রোনাল্ডোকে মাঠ ছেড়ে চলে যেতে দেখা যায়। তিনি সতীর্থদে বিদায় জানাতে গিয়েছিইলেন। জুভেন্টাস কোচ বলেন, ‘গতকালই ক্রিশ্চিয়ানো আমাকে বলে দিয়েছেন জুভেন্তাসে আর থাকার কোনও ইচ্ছা তার নেই। সে কারণে এমপোলির বিরুদ্ধে ম্যাচে তাঁকে দলে রাখা হচ্ছে না। ক্রিশ্চিয়ানো ক্লাবের জন্য যে অবদান রেখেছেন সেজন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি।’ রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেজের সঙ্গে কথাবার্তা এগোলেও চুক্তি এখনও হয়নি বলেই দাবি ম্যান সিটির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ছয় বছর কাটানো রোনাল্ডোকে আবার সেই পুরনো ক্লাবের হয়েই দেখা যাবে।
- More Stories On :
- Football
- Portugal
- Cristiano Ronaldo
- CR7