আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'। প্রত্যেক বছর ১৬ অগস্ট 'খেলা হবে দিবস' পালন করার কথা আগেই সরকারিভাবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারও আগে বিধানসভা ভোটে 'খেলা হবে' স্লোগান তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অবশ্য বিপুল সাড়া পায় তৃণমূল। ক্ষমতায় এসে এ বার দেশজুড়ে 'খেলা দিবস' পালনের কথা জানায় তারা।
এ রাজ্য তো বটেই উত্তরপ্রদেশ, দিল্লি, ত্রিপুরা, অসম-সহ বেশ কয়েকটি রাজ্যে এই কর্মসূচি পালনের কথা তারা জানিয়েছে। ত্রিপুরায় খেলা হবে দিবস পালনের জন্য আগে থেকেই ঘাসফুল শিবিরের আধ ডজন নেতা-মন্ত্রী সেখানে রয়েছেন। এর আগে তাদের একাধিক কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে বিজেপি শাসিত ওই রাজ্যে আজকের কর্মসূচিকে ঘিরে কী পরিস্থিতির তা-ও লক্ষ করার বিষয়। অন্যদিকে, এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগেই বিভিন্ন ক্লাবকে ফুটবল প্রদান করা হয়েছে। আজ ওই সব ক্লাবে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে তৃণমূল। আবার বিজেপি এই কর্মসূচির পরিপন্থী। এর পাল্টা হিসেবে তারাও 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস'-এর পালনের ডাক দিয়েছে। জেলাজুড়ে ওই কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির।
- More Stories On :
- TMC
- Khela hobe Diwas
- All India celebrating