বৃহস্পতিবার বিকেলে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের থানার মাঠে পূর্বতন পূর্বস্থলী বিধানসভার সিপিএম বিধায়ক মনোরঞ্জন নাথের স্মরণসভা আয়োজন করা হয়। এই স্মরণসভায় সিপিএম রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম ছাড়াও বর্ধমান জেলা নেতৃত্বও উপস্থিত ছিলেন। তিনি মনোরঞ্জন নাথ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 'মনোরঞ্জন নাথ শুধুমাত্র একজন স্কুল শিক্ষক ছিলেন না, তিনি সমাজেরও শিক্ষক ছিলেন,রাজনীতিতে এই ধরনের মানুষের খুবই দরকার। কে শত্রু, কে মিত্র, কে লুট করছে এসব জানা বা বোঝার জন্য শিক্ষা প্রয়োজন। বর্তমান সরকার এই সমস্ত সজ্জন মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে যারা দূর্জন ও মহাজন তাদেরকে জড়ো করেছে।'
তিনি আরও বলেন, এই সরকারের আমলে ঘুষখোর, সুদখোর তাঁদের এখন মাতব্বরি বেড়েছে। তিনি সজ্জন ব্যক্তিদের বাম আন্দোলনে যোগদানের আহ্বান জানান। সেলিম বলেন, অনেকে স্লোগান দেন 'ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর'। সেই কথার প্রতিবাদ করে তিনি বলেন তৃণমূলে এখনও অনেক ভালো লোক আছেন, তাঁদের কে অনুরোধ আপনারা একটু স্রে যান, তাহলে বাকিদেরকে চোর বলতে সুবিধা হবে। এই ধরনের নানা শ্লেষে বারবার বিদ্ধ করলেন তৃণমূল দলকে।
তিনি বলেন, সোনা, কয়লা, গরু, হিরোইন, গাঁজা যা যা পাচার হয় তার সবের সাথেই যুক্ত তৃণমূল। একটি দাবার বোর্ডে যেমন বোরে, নৌকা, সেনাপতি, ঘোড়া, হাতি, রাজা, রানি থাকে দুর্নীতি কাণ্ডে যাদের ধরা হচ্ছে তারা সব বোরে, আসল রাজা রানিকে ধরতে হবে বলে কটাক্ষ করলেন মহঃ সেলিমের।
আরও পড়ুনঃ গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল?
- More Stories On :
- Md Selim
- CPIM
- Purba Sthali
- Scam