বিজেপি, তৃণমূলের পর প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। বৃহস্পতিবার প্রথম দফায় ১৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থীদের নাম ঘোষণা করেন।
একনজরে ১৬ আসনে বামেদের প্রার্থী তালিকা-
কোচবিহার- নীতীশচন্দ্র বর্মন
জলপাইগুড়ি- দেবরাজ বর্মন
বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত
কৃষ্ণনগর- এস এম সাদি
দমদম- সুজন চক্রবর্তী
যাদবপুর- সৃজন ভট্টাচার্য
কলকাতা দক্ষিণ- সায়রা শাহ হালিম
হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায় (আইনজীবী)
শ্রীরামপুর- দীস্পিতা ধর
হুগলী- মনোদীপ ঘোষ
তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায় (আইনজীবী)
মেদিনীপুর- বিপ্লব ভট্ট
বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত
বিষ্ণুপুর- শীতল কৈবর্ত্য
বর্ধমান পূর্ব- নীরব খান
আসানসোল- জাহানারা খান
প্রথম দফার প্রার্থী তালিকায় বামেদের ১৬ জন প্রার্থীর মধ্যে ১৩ জনই সিপিআইএম-এর। একটি করে আসন ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি-কে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে তালিকায় এবার তাঁদের নতুন মুখ ১৪ জন, তিন জন মহিলা।
বাম-কংগ্রেস জোট গড়েই ২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে লড়েই করেছিল। একুশের রাজ্য বিধানসভার সেই আসন সমঝতার শরিক হয়েছিল আইএসএফ-ও। চব্বিশের লোকসভায় কি জোট হচ্ছে? জবাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ‘বামফ্রন্টের শরিকদলগুলি ছাড়া অন্য কারও সঙ্গে কোনওদিনই জোট ছিল না। ভোটে লড়ার জন্য আসন সমঝতা হয়েছিল। এবারেও হতে পারে।’
জোটের আশা কি এ দিন প্রথম দফায় ১৬ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট? উত্তরে বিমান বসু বলেন, ‘আশা যে ২দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। তখন আমরাও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। ততদিনে বাকিরাও নিশ্চয়ই তাঁদের মত জানিয়ে দেবেন।’ এই বাকি বলত সম্ভবত কংগ্রেস, আইএসএফের কথা বলেছেন বিমান বসু।
আরও পড়ুনঃ মারাত্মক জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসএসকেএমে ভর্তি
- More Stories On :
- Left Front
- Candidates
- Loksabha 2024