চক্রান্ত হলেও দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নেত্রীর বিশ্বাসকে চিড় ধরানোর জন্য কেউ বা কারা এ কাজ করেছিল। বললেন কুড়ি বছরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। প্রসঙ্গত পুনরায় খড়্গপুর ২ নং ব্লক তৃণমূলের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তৃষিত মাইতি। এরপর দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি এদিন।
আজ এক সাক্ষাৎকারে তিনি ক্ষোভ প্রকাশ করে তৃষিত বলেন, কিছু কিছু ক্ষেত্রে তার বিরুদ্ধে চক্রান্ত তৈরী হয়েছিল। দলেরই একাংশ চায়নি তিনি পুনরায় ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত হোন। কিন্তু দল সমস্ত দিক খতিয়ে দেখে, সঠিক বিচার বিবেচনার মধ্য দিয়ে পুনরায় দলের খড়্গপুর ২ নং ব্লকের দ্বায়িত্ব দিয়েছেন দল পরিচালনার জন্য। তবে দলের মধ্যে থেকে কে বা চক্রান্ত করেছে তা খোলসা করে জানাননি তৃষিত বাবু।
আরও পড়ুনঃ এইমসে চাকরি দেওয়ার নামে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে
- More Stories On :
- TMC
- Kharagpur
- East medinipur