ইস্তফার দু’দিন পরই অর্পিতা ঘোষকে নতুন পদ দেওয়া হল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ পেলেন অর্পিতা ঘোষ। অর্পিতাকে সাংসদ পদ থেকে সরতে বলা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও অর্পিতা দাবি করেছিলেন, তিনি নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার আর্জি জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ নানা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন পালন
গত বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। তাঁর এই ইস্তফায় রাজনৈতিক মহলে ঘুরে ফিরে আসছিল নানা প্রশ্ন। বৃহস্পতিবারই ইস্তফা দেওয়ার কারণ নিয়ে মুখ খোলেন অর্পিতা। কিন্তু তিনি সাফ জানান, আপাতত সংগঠনেই মন দিতে চান। দিল্লিতে থেকে সেটা সম্ভব হচ্ছিল না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলের তরফ থেকে কোনও চাপ দেওয়া হয়নি বলেও জানান তিনি।
বৃহস্পতিবারই অর্পিতা বলেন, তিনি সংগঠনের কাজ করতে চেয়েছিলেন। তিনি লোকসভায় থেকেছেন, দল তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল, সেজন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে রাজ্যসভার চেয়ে তিনি সংগঠনে থেকে দলের জন্য বেশি কাজ করতে পারব। সেটাই তিনি দলকে জানিয়েছিলেন। এই বিষয়ে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও লেখেন। সেটা গ্রহণ করার পরই সরকারিভাবে ইস্তফা দেন অর্পিতা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কাজ করতে চান বলে জানান তিনি। আর তারপরেই শুক্রবার নতুন পদ পেলেন অর্পিতা ঘোষ।
- More Stories On :
- TMC
- MP
- Arpita Ghosh
- New designation