দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল কলকাতার এমআর বাঙুর হাসপাতাল। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নীতি আয়োগ ২০১৮-’১৯ সালের মূল্যায়নের ভিত্তিতে বাঙুর হাসপাতালকে সেরা ঘোষণা করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য ভবন।
করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এই রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে টালিগঞ্জের এই হাসপাতাল। কিন্তু কেন্দ্র করোনা চিকিৎসার জন্য এই সম্মান দেয়নি। দিয়েছে তার আগের বছরের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর জন্য। এ ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে হাসপাতালের শয্যা সংখ্যা, অসুস্থের সেবা ও পরিষেবার মান, আইসিইউ শয্যা, অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসার বিষয়গুলি। বাঙুরে রয়েছে মোট ৭১৩টি শয্যা। ৩০০-এর বেশি শয্যা আছে, এমন হাসপাতালের তালিকাতেই দেশের সেরা হয়েছে বাঙুর।
আরও পড়ুনঃ ফের দিল্লি সফরে রাজ্যপাল, কারণ অজানা
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দেশের জেলা হাসপাতাল গুলির মূল্যায়ন করতে গিয়ে ২০০ শয্যা, ৩০০ শয্যা এবং ৩০০-র অধিক শয্যা- এই তিন ভাগে ভাগ করে মূল্যায়ন করা হয়েছিল। ২০১৮-১৯ সালে বাঙুর হাসপাতালের মোট বেডের সংখ্যা ছিল ১১০৫। মেডিক্যাল কলেজ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র জেলা হাসপাতাল হয়ে ধারাবাহিকভাবে রোগীদেরকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য কেন্দ্রীয় নীতি আয়োগের থেকে প্রশংসা আদায় করে নিয়েছে এই হাসপাতাল।
ওই বছরে ডেইলি বেড অকুপেন্সি রেট বা দৈনিক মোট বেডে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৯৯.১৯ শতাংশ।পরিকল্পনা এবং নীতি নির্ধারণ সংক্রান্ত কেন্দ্রীয় শীর্ষ সংস্থা নীতি আয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে, দেশের মধ্যে সেরা জেলা হাসপাতালের শিরোপা জিতেছে বাঙুর হাসপাতাল।
- More Stories On :
- MR Bangu hospital
- India's best hospital
- Niti Ayog