সারা কলকাতায় সাড়া জাগিয়েছে শঙ্খের আদলে তৈরি ‘ধন ধান্য’। আলিপুরের এই ‘ধন ধান্য’ প্রেক্ষাগৃহ কলকাতার মুকুটে নয়া পালক। রাতে এই প্রেক্ষাগৃহের রংবেরংয়ের আলোর রোশনাই মুগ্ধ করবে। দিনেই তাঁর স্বেত শুভ্র শঙ্খের আকর্ষণ। দিন-রাতে ভিন্ন আকর্ষণ। সম্প্রতি এই প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
কী আছে ‘ধন ধান্য’ প্রেক্ষাগৃহে? এর উচ্চতা ৬০০ ফুট। দৈর্ঘ্য ৫১০ ফুট এবং প্রস্থ ২১০ ফুট। দানব আকৃতির ৬ তলা এই প্রেক্ষাগৃহে কী নেই। এখানে আছে ২টি সভাঘর, ৩টি থিয়েটার, ২টি বোর্ড রুম, ৬টি অতিথি নিবাস এবং ২টি ডরমেটরি। একটি সভাঘরের আসন সংখ্য়া ২ হাজার। আরেকটির আসন সংখ্যা ৫৪০।
যে কোনও অনুষ্ঠানের জন্য রয়েছে ব্যাঙ্কোয়েট, কাফেটেরিয়া, ফুড কোর্টও। স্ট্রিট থিয়েটারে ৩৫০ জন দর্শক বসতে পারবেন। আয়ারল্যান্ড থেকে আলো এসেছে। চারএকর জায়গার ওপর তৈরি হয়েছে ‘ধন ধান্য’। ৪৪০ কোটি টাকার এই প্রেক্ষাগৃহ তৈরি করেছে পূর্ত দফতর, রক্ষণাবেক্ষণ করবে হিডকো।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার থেকে ছুটির ঘোষণা সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে
- More Stories On :
- Dhana dhanye auditorium
- Kolkata