মুখ্যমন্ত্রী চা, ঘুঘনি-মুড়ি বিক্রির কথা বলেছিলেন। তাতে যথেষ্ট রোজগার হবে বলেও তাঁর দাবি। এবার খোদ রাজ্য বিধানসভার বাইরে ঘুঘনি-মুড়ির স্টল বসালেন বিজেপি বিধায়করা। রীতিমতো খদ্দের ডাকা-ডাকিও করলেন মনোজ টিগ্গারা। পেশাদারি ঢঙে কোনও কোনও বিধায়ক ঝালমুড়িও তৈরি করলেন। রাজ্য বিধানসভার মূল ফটকের বাইরের ফুটপাতে বিধায়কদের ঝুলমুড়ি, ঘুঘনি বিক্রি করতে দেখে তাজ্জব বলে যান পথচলতি মানুষজন।
রাজ্যের বেকারদের মুখ্যমন্ত্রী পুজোতে চা, ঘুঘনি, মুড়ি বিক্রির পরামর্শ দিয়েছিলেন। তারই প্রতিবাদে বিধানসভা লাগোয়া ফুটপাতে স্টল দিয়ে দোকনদারি করলেন বিজেপি বিধায়করা। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন ১হাজার টাকা বিনিয়োগ করে কোটিপতি হওয়া যায়। কেটলি, চেয়ার, টেবিল কিনতে হবে। চা-ঘুঘনি-মুড়ি বিক্রি করলেই কেল্লা ফতে। মুখ্যমন্ত্রী এভাবে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের অপমান করেছেন। তারই প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি।' বিশ্ব বাংলা বানিজ্য সম্মেলন লোকদেখানো বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুনঃ বন্ধ হতে বসা দুর্গা পুজোকে চালু করতে হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসেন মুসলিমরা