বেলেঘাটায় বিস্ফোরণস্থলে ঢুকতে বাধা দেওয়া হল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে । মঙ্গলবার বিজেপি সাংসদ বিস্ফোরণস্থলে যেতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশকর্মীদের ধস্তাধস্তিও হয় ৷ তাদের ঘটনাস্থলে যাওয়ার অনুমতি নেই বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এরপর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “একুশের নির্বাচনের কথা মাথায় রেখে পুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। যাতে ওরা বোমা মজুত করতে পারে। তার প্রমাণ বেলেঘাটার ঘটনা।” পাশাপাশি কলকাতার সমস্ত ক্লাবে তল্লাশি চালানোর দাবি জানিয়ে তিনি বলেন , কি কারণে বিস্ফোরণ হয়েছে , তার সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য এনআইএ তদন্ত হওয়া উচিত। একই দাবিতে সরব হয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও।
আরও পড়ুনঃ বলবিন্দর সিংয়ের বিরুদ্ধে মামলা মানবাধিকার লঙ্ঘনের সামিল : ধনকড়
এদিন কৈলাস বিজয়বর্গীয় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করে বলেন, “বিধানসভা নির্বাচনের আগে টিএমসি পশ্চিমবঙ্গে বড় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আজ তার প্রমাণও পাওয়া গেল বেলেঘাটা মেইন রোডের ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে। ক্লাবটির ছাদটি উড়ে গিয়ে কয়েক মিটার দূরে পড়েছিল। সন্দেহ করা হচ্ছে যে এখানে বিপুল পরিমাণ বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল।”
- More Stories On :
- BJP
- Beleghata blasts
- NIA