৮ মে ২০২১, ২৫ বৈশাখ, রবিবার।
মেষ / ARIES : বড় কোনও সুযোগ আসতে পারে। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন।
বৃষ / TAURUS : আজ কোনও প্রিয়জনের সঙ্গ পেতে পারেন আপনি।
মিথুন / GEMINI : আচমকাই কোনও কারণে ধনাগমের সুযোগ আসতে পারে। তৈরি থাকুন।
কর্কট / CANCER : কোনও কাজের মাধ্যমে আয় বৃদ্ধি ঘটতে পারে। কিংবা কোনও পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে।
সিংহ / LEO : ব্যবসায় হঠাৎ মন্দা দেখা দিতে পারে। এমনিতেই এখন যা পরিস্থিতি তাতে মন্দা কয়েকদিন টিকেও যেতে পারে।
কন্যা / VIRGO : ভালো কোনও বন্ধুর খোঁজ পেতে পারেন আজ।
তুলা / LIBRA : প্রতিবেশীদের সঙ্গে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ।
বৃশ্চিক / Scorpio : দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এমন কোনও সু-সংবাদ পেতে পারেন আজ।
ধনু / SAGITTARIUS : কোনও কারণে আজ কষ্ট ভোগের যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকার।
মকর / CAPRICORN : হঠাৎ করেই কোনও কারণে আক্রান্ত হতে পারেন। রাস্তায় বেরোলে সাবধানে চলাফেরা করা উচিত।
কুম্ভ / AQUARIUS : অযথা কোনও কারণ ছাড়াই ব্যয় হতে পারে আজ।
মীন / PISCES : পথেঘাটে আচমকা্ই বিপদ ঘটে যেতে পারে।একটু খেয়াল রাখবেন।