৩ রা মে, ১৯ বৈশাখ , সোমবার
মেষ / ARIES: মেষ রাশির জাতক-জাতিকাদের আজ অকস্মাৎ বিপদ ঘটতে পারে। সাবধানে থাকুন।
বৃষ / TAURUS : এই রাশির জাতক-জাতিকারদের জন্য আজকের দিনটি বিনিয়োগের জন্য বেশ ভালো। অনায়াসে যে কোনও খাতে ভেবেচিন্তে বিনিয়োগ করে ফেলতেই পারেন।
মিথুন / GEMINI : পাইলসের সমস্যা থাকলে তা আজ ভোগাতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
কর্কট / CANCER : আচমকাই ধনাগমের শুভ যোগ রয়েছে। কোথাও পাওনা থাকলে তাও আদায় হতে পারে।
সিংহ/ Leo : প্রতিবেশীদের সঙ্গে মতানৈক্যের কারণে ঝগড়া হতে পারে।
কন্যা / VIRGO : আজ যে কোনও কারণেই হোক কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না।
তুলা / LIBRA : এমনিতেই হালকা রাশি তুলার জাতক-জাতিকারা অন্যের সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে থাকে। আজ একটু বেশিই পরোপকার করতে হতে পারে আপনাদের।
বৃশ্চিক / SCORPIO : চারিদিকে মহামারির হাহাকারের মধ্যেই কোনও সুখবর পেতে পারেন।
ধনু /SAGITTARIUS : কোনও কাজে সাহস দেখিয়ে এগিয়ে গিয়ে কার্যসিদ্ধি হতে পারে।
মকর / CAPRICORN : কোনও কারণে আজ অকারণ দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন।
কুম্ভ / AQUARIUS : শেয়ার ব্যবসায় লাভবান হতে পারেন। শেয়ারে টাকা খাটালে তা থেকে লাভ পেতে পারেন।
মীন / PISCES : যে কোনও কারণে অহেতুক চিন্তার উদ্রেক হতে পারে আজ।