আটটি ভুবন মাতানো হুইস্কি যা আপনাকে গরমের দাবদাহ তে শরতের অনুভুতি দেবে। সুরাপ্রেমীদের বক্তব্য অনুযায়ী 'প্রতিটি ঋতু-ই হুইস্কি-র ঋতু'। গ্রীষ্মর চরম দাবদাহ-র শেষে দিনান্তে আমেজ ফিরে পেতে হুইস্কি-র জুড়ি নেই। কিছু বিশ্বখ্যাত হুইস্কি-র তালিকা যা সহজেই গ্রীষ্মকালীন ককটেলের পূর্ণ আমেজ দেবে। এই বিশ্বমাতানো বোতলগুলির মধ্যে থেকে একটি নির্বাচন করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বার কার্টে যোগ করার কথা বিবেচনা করতেই পারেন।