মালদার কালিয়াচক থানার ১৬ মাইল দূরে গুরুটোলা গ্রামের ঘটনায় একই পরিবারের চার জনকে খুন করে কফিনবন্দি করে ৪ মাস ধরে বাড়ির ভিতরেই পুঁতে রাখার ঘটনায় হতবাক এলাকাবাসীরা। হতবাক পুলিশও। গত ২৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে আসে তা শনিবার সকালে। ঘটনায় অভিয়ুক্ত যুকের এক দাদাকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বাঙালি আর আম যেন সমুচ্চারিত শব্দ। বৈশাখের শেষ থেকেই বাঙালির সব খাবারের মেনুতেই আমের ছড়াছড়ি। মধ্যাহ্ন ভোজনের শেষ পাতে আম নেই ভাবতেই মেজাজ গরম।